অাকাশ জাতীয় ডেস্ক:
ময়মনসিংহে ফুলবাড়ীয়ার ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের প্রায় ৪০ বছর বয়সী এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার উপজেলার পুটিজানা ইউনিয়নের রামবাড়ি গ্রামে জলাবদ্ধ একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের পাশে পড়ে থাকা একটি প্লাস্টিক ব্যাগও উদ্ধার করা হয়।
ফুলবাড়ীয়া থানার ওসি শেখ কবিরুল ইসলাম জানান, অসুস্থ অবস্থায় রাতে ওই পথ দিয়ে যাওয়ার সময় হঠাৎ পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ওসি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















