অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ইয়েমেনে গত এপ্রিল থেকে মহামারী আকারে ছড়াতে শুরু করা পানিবাহিত রোগ কলেরায় কমপক্ষে ১৯শ৭৫ জন মানুষের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত কলেরায় ৫ লাখ মানুষ আক্রান্ত হয়েছে।
জুলাই থেকে কলেরা আক্রান্ত হওয়ার সংখ্যা কমেছে তবে এখনো প্রতিদিন ৫ হাজার মানুষ আক্রান্ত হচ্ছে। গৃহযুদ্ধে বিপর্যস্ত ইয়েমেনে অপরিচ্ছন্ন পরিবেশ ও পানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় রোগটি মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষের নিয়মিত পানি সরবরাহ সংযোগ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। বড় শহরগুলোর বর্জ্য অপসারণ ব্যবস্থাও বন্ধ হয়ে গেছে।
ভিব্রিও কলেরা নামের পানিবাহিত ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ানো কলেরা ডায়রিয় সংক্রমণের একটি তীব্র রূপ। এই রোগে আক্রান্ত ব্যক্তিদের ন্যুনতম বা মাঝারি রকমের লক্ষণ প্রকাশিত হয়। গুরুতর আক্রান্ত হওয়ার ক্ষেত্রে এই রোগে আক্রান্ত ব্যক্তি কয়েক ঘণ্টার মধ্যে মৃত্যুবরণ করতে পারে। বিবিসি।
আকাশ নিউজ ডেস্ক 




















