অাকাশ জাতীয় ডেস্ক:
ঢাকা-চট্টগ্রাম ট্রেন লাইনের ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জের–ভৈরব মেঘনা নদীর ওপর নির্মিত দ্বিতীয় রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুর দেড়টার দিকে সিলেট থেকে ঢাকাগামী কালনী ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুর দেড়টার দিকে আশুগঞ্জের–ভৈরব মেঘনা নদীর উপর নির্মিত দ্বিতীয় রেলসেতুতে সেলফি তুলছিল অজ্ঞাত ওই যুবক। এ সময় সিলেট থেকে ঢাকাগামী কালনী ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যায় ওই যুবক।
খবর পেয়ে ভৈরব রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। উল্লেখ্য, অজ্ঞাত যুবকের পকেট থেকে আশুগঞ্জ থেকে ঢাকাগামী জয়ন্তিকা ট্রেনের একটি টিকেট উদ্ধার করেছে পুলিশ।
আকাশ নিউজ ডেস্ক 























