ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

সিলেটে মনোনয়ন কিনলেন আরিফ-কামরান-সেলিম

অাকাশ জাতীয় ডেস্ক:

সিলেট সিটি কপোর্রেশন নির্বাচনে মেয়র পদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ছাড়াও বিএনপির দুই নেতা।

তারা হচ্ছেন বর্তমান মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। রোববার তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন বলে নিশ্চিত করেছেন সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান।

এদিন আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন কামরানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিরাজ বকস।

বর্তমান মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীর পক্ষে মনোননয়নপত্র সংগ্রহ করেন জুরেজ আবদুল্লাহ গুলজার। এছাড়া সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমও মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করেছেন।

মনোননয়নপত্র সংগ্রহের পর বদরুজ্জামান সেলিম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এমএ হকের বাসায় গিয়ে দোয়া নেন। এর আগে শুক্রবার বদর উদ্দিন আহমদ কামরানকে মেয়র পদের প্রার্থী ঘোষণা দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ।

তবে বিএনপি দলীয় মনোনীত প্রার্থীর নাম ঘোষণা না করায় প্রার্থীরা সবাই কেন্দ্রের ঘোষণার অপেক্ষায়। নির্বাচনের প্রার্থী ঘোষণা না হওয়া ও অবশেষে নির্বাচনে বিএনপি অংশ নেবে কী না এমন গুঞ্জন ও রয়েছে মাঠে। গাজীপুরের নির্বাচনের ফলাফলের পরই বিএনপি সিদ্ধান্ত নেবে এমন কথাও শোনা যাচ্ছে স্থানীয় নেতাদের মুখে।

এবারের সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন ছয়জন। তারা হলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সম্পাদক ও সাবেক কাউন্সিলর ফয়জুল আনোয়ার, শিক্ষাবিষয়ক সম্পাদক ও টানা তিনবারের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।

সর্বশেষ কেন্দ্র থেকে কামরানকে দলীয় প্রার্থী ঘোষণার পর অপর পাঁচ মনোনয়নপ্রত্যাশীকে ধন্যবাদ জানিয়েছেন কামরান। দলের পাঁচ মনোনয়নপ্রত্যাশীকে উদ্দেশ করে তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যখন আমাকে মনোনয়ন দিলেন, এরপরই মনোনয়নপ্রত্যাশী অপর পাঁচ নেতা আমাকে সমর্থন দিয়েছেন। দলীয় সিদ্ধান্তে প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা উদার মানসিকতার পরিচয় দিয়েছেন। তাদেরকে ধন্যবাদ।

এদিকে, বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীর তালিকায় সিলেটের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী ছাড়াও রয়েছেন মহানগর বিএনপির এক ঝাঁক নেতা। তারা হচ্ছেন- সিলেট মহানগর সভাপতি নাসিম হোসাইন, সিনিয়র সহ-সভাপতি আবদুল কাইয়ুম জালালী পংকী, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ-সভাপতি ও প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী ও মহানগর নেতা ছালাহউদ্দিন রিমন।

সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে দলীয় মনোনয়ন দেয়ার পর শনিবার রাতেই সিলেটে পৌঁছান অপর মনোনয়ন প্রত্যাশী সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। রাতে তিনি মিরবক্সটুলাস্থ বাসায় পৌছার আগেই বাসায় ভিড় করেন দলীয় নেতাকর্মীরা।

রাত ১১টার দিকে তিনি পৌছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান সিলেটের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবকলীগের কয়েক শতাধিক নেতৃবৃন্দ।

আসাদ উদ্দিন বাসায় ফিরেই অপেক্ষমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি দলের মনোনয়ন পাইনি তাই নির্বাচনে অংশ নেব না। তবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাদের প্রার্থী মনোনীত করে দিয়েছেন। এখন আর আমাদের ঘরে বসে থাকার সময় নেই। রাত-দিন শ্রম দিয়ে আমাদের প্রার্থীকে বিজয়ী করতেই হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

সিলেটে মনোনয়ন কিনলেন আরিফ-কামরান-সেলিম

আপডেট সময় ০৭:৫২:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

সিলেট সিটি কপোর্রেশন নির্বাচনে মেয়র পদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ছাড়াও বিএনপির দুই নেতা।

তারা হচ্ছেন বর্তমান মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। রোববার তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন বলে নিশ্চিত করেছেন সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান।

এদিন আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন কামরানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিরাজ বকস।

বর্তমান মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীর পক্ষে মনোননয়নপত্র সংগ্রহ করেন জুরেজ আবদুল্লাহ গুলজার। এছাড়া সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমও মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করেছেন।

মনোননয়নপত্র সংগ্রহের পর বদরুজ্জামান সেলিম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এমএ হকের বাসায় গিয়ে দোয়া নেন। এর আগে শুক্রবার বদর উদ্দিন আহমদ কামরানকে মেয়র পদের প্রার্থী ঘোষণা দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ।

তবে বিএনপি দলীয় মনোনীত প্রার্থীর নাম ঘোষণা না করায় প্রার্থীরা সবাই কেন্দ্রের ঘোষণার অপেক্ষায়। নির্বাচনের প্রার্থী ঘোষণা না হওয়া ও অবশেষে নির্বাচনে বিএনপি অংশ নেবে কী না এমন গুঞ্জন ও রয়েছে মাঠে। গাজীপুরের নির্বাচনের ফলাফলের পরই বিএনপি সিদ্ধান্ত নেবে এমন কথাও শোনা যাচ্ছে স্থানীয় নেতাদের মুখে।

এবারের সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন ছয়জন। তারা হলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সম্পাদক ও সাবেক কাউন্সিলর ফয়জুল আনোয়ার, শিক্ষাবিষয়ক সম্পাদক ও টানা তিনবারের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।

সর্বশেষ কেন্দ্র থেকে কামরানকে দলীয় প্রার্থী ঘোষণার পর অপর পাঁচ মনোনয়নপ্রত্যাশীকে ধন্যবাদ জানিয়েছেন কামরান। দলের পাঁচ মনোনয়নপ্রত্যাশীকে উদ্দেশ করে তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যখন আমাকে মনোনয়ন দিলেন, এরপরই মনোনয়নপ্রত্যাশী অপর পাঁচ নেতা আমাকে সমর্থন দিয়েছেন। দলীয় সিদ্ধান্তে প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা উদার মানসিকতার পরিচয় দিয়েছেন। তাদেরকে ধন্যবাদ।

এদিকে, বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীর তালিকায় সিলেটের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী ছাড়াও রয়েছেন মহানগর বিএনপির এক ঝাঁক নেতা। তারা হচ্ছেন- সিলেট মহানগর সভাপতি নাসিম হোসাইন, সিনিয়র সহ-সভাপতি আবদুল কাইয়ুম জালালী পংকী, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ-সভাপতি ও প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী ও মহানগর নেতা ছালাহউদ্দিন রিমন।

সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে দলীয় মনোনয়ন দেয়ার পর শনিবার রাতেই সিলেটে পৌঁছান অপর মনোনয়ন প্রত্যাশী সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। রাতে তিনি মিরবক্সটুলাস্থ বাসায় পৌছার আগেই বাসায় ভিড় করেন দলীয় নেতাকর্মীরা।

রাত ১১টার দিকে তিনি পৌছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান সিলেটের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবকলীগের কয়েক শতাধিক নেতৃবৃন্দ।

আসাদ উদ্দিন বাসায় ফিরেই অপেক্ষমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি দলের মনোনয়ন পাইনি তাই নির্বাচনে অংশ নেব না। তবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাদের প্রার্থী মনোনীত করে দিয়েছেন। এখন আর আমাদের ঘরে বসে থাকার সময় নেই। রাত-দিন শ্রম দিয়ে আমাদের প্রার্থীকে বিজয়ী করতেই হবে।