অাকাশ জাতীয় ডেস্ক:
সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, একাত্তরে গণহত্যাকারীদের প্রেতাত্মা এখনও দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এদের হাত থেকে মানুষ ও সমাজকে বাঁচাতে তরুণদের মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে। রোববার খুলনা বিএমএ ভবনে গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র আয়োজিত মুক্তিযুদ্ধ বিষয়ক পাঠক্রমের ‘সনদ বিতরণ ও ১৯৭১ : গণহত্যা-নির্যাতন নির্ঘন্ট গ্রন্থমালার মোড়ক উন্মোচন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, হলি আর্টিজানের হামলার মত জঘন্য হত্যাকাণ্ড মানব নামের দানবের পক্ষেই সম্ভব। এসব দানবদের পিছনে রয়েছে এক ধরণের অপশক্তি, যারা তরুণদের মস্তিষ্ক ব্যবহার করে তাদের বিভ্রান্ত করছে। অধ্যাপক মুনতাসির মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডা. শেখ বাহারুল আলম, অধ্যাপক মাহবুবুর রহমান। অনুষ্ঠানে গবেষণা কাজের স্বীকৃতি স্বরূপ ৩০ জনকে সনদ প্রদান করা হয়। পরে মন্ত্রী নির্মাণাধীন খুলনা বিভাগীয় ও জেলা শিল্পকলা একাডেমি ভবন পরিদর্শন করেন।
আকাশ নিউজ ডেস্ক 



















