অাকাশ জাতীয় ডেস্ক:
সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাসহ সুচিকিৎসার সব ব্যবস্থা সরকার করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। প্রয়োজনে বেগম জিয়ার জন্য মেডিক্যাল বোর্ডও গঠন করা হবে বলে জানান তিনি।
রাজধানীর অফিসার্স ক্লাবে স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়া রোজার মাসে কারাবন্দী এটা দুঃখজনক। কিন্তু কিছু করার নাই। এটা আইন আদালতের ব্যপার। খালেদা জিয়ার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে। আগামীকাল তার স্বাস্থ্য পরীক্ষার জন্যে উদ্যোগ নিচ্ছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়। এর বাইরেও যদি কিছু করতে হয় তাহলে মেডিকেল বোর্ড করে চিকিৎসার ব্যবস্থা করা হবে।
আকাশ নিউজ ডেস্ক 



















