অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
পাকিস্তানের একটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য এক অদ্ভুত আদেশ দিয়েছে। সম্প্রতি জারি করা নতুন ওই আদেশ না মানলে শাস্তির বিধানও রাখা হয়েছে।
ডনের খবরে বলা হয়েছে, মঙ্গলবার পাকিস্তানের বাহরিয়া বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে কঠোরভাবে পোশাকবিধি মেনে চলতে হবে। নারী ও পুরুষ শিক্ষার্থীদের বসা এবং চলাফেরার সময় ৬ ইঞ্চির দূরত্ব মেনে চলতে হবে।
যদি এসব নিয়ম ভঙ্গ করা হয়, তবে শাস্তি পেতে হবে শিক্ষার্থীদের। নারী ও পুরুষ শিক্ষার্থীরা একে অন্যকে স্পর্শ করতে পারবেন না।
বিশ্ববিদ্যালয়ের তিনটি ক্যাম্পাস করাচি, লাহোর ও ইসলামাবাদে এ নিয়ম চালু হয়েছে। এ বিজ্ঞপ্তি জারির পর বিশ্ববিদ্যালয়কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা চলছে।
দ্য ফেডারেশন অব অল পাকিস্তান ইউনিভার্সিটিস একাডেমি স্টাফ অ্যাসোসিয়েশন (এফএপিইউএএসএ) এ বিজ্ঞপ্তি প্রত্যাহারের জন্য আহ্বান জানিয়েছে।
এফএপিইউএএসএর প্রেসিডেন্ট কলিমুল্লাহ বারেক ডনকে বলেন, ‘এ একটা অদ্ভুত বিজ্ঞপ্তি। ছাত্রদের মধ্য এটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এ সংক্রান্ত সব বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে হবে। চরিত্র গঠনে বিজ্ঞপ্তি লাগে না।’
বিজ্ঞপ্তিকে অর্থহীন মন্তব্য করে পাকিস্তানের ন্যাশনাল ইউনিভার্সিটি অব মডার্ন ল্যাঙ্গুয়েজের প্রভাষক তাহির মালিক বলেন, ‘শিক্ষার্থীদের মধ্য ৬ ইঞ্চির দূরত্ব কীভাবে মাপা হবে, এটা বোধের মধ্য আসে না।
আকাশ নিউজ ডেস্ক 























