অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ইসরাইলের সঙ্গে সিরিয়ার চলমান সংঘর্ষের বিষয়ে আলোচনায় বসার খবর নাকজ করে দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ইসরাইলি নৃশংসতা থেকে জনমতের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষ্যে এ ধরনের বানোয়াট খবর প্রচার করা হচ্ছে। খবর ইরানি সংবাদ সংস্থা ইরনার।
তিনি বলেন, কয়েকটি আরব দেশ ফিলিস্তিনি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি যে বিশ্বাসঘাতকতা করছে তা থেকে জনমতকে বিভ্রান্ত করার লক্ষ্যে এ ধরনের ভিত্তিহীন খবর প্রচার করা হচ্ছে।
সৌদি আরবের ওয়েবসাইট ইলাফ অসমর্থিত একটি সূত্রের বরাত দিয়ে সোমবার দাবি করেছিল, সিরিয়ার দক্ষিণ-পশ্চিমালে চলমান সংঘর্ষের ব্যাপারে গত রোববার জর্দানে আলোচনা করেছে ইরান-ইসরাইল। ইলাফ আরো দাবি করে, আলোচনায় সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা ও কুনেইত্রা প্রদেশে তৎপর জঙ্গিদের বিরুদ্ধে সিরিয়ার সেনাবাহিনীর আসন্ন অভিযান নিয়েও কথা বলে তেল আবিব ও তেহরান।
আকাশ নিউজ ডেস্ক 



















