অাকাশ জাতীয় ডেস্ক:
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে হাত-মুখ বাঁধা অজ্ঞাতপরিচয় (৩০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পশ্চিম রুপশংকর নামক স্থানে লাশটি পাওয়া যায়। লাশের মুখ পলিথিন দিয়ে মোড়ানো ছিল। লাশের গায়ে রয়েছে অসংখ্য আঘাতের চিহৃ।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, তাকে হত্যা করে সেখানে লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে সোমবার সকালে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আকাশ নিউজ ডেস্ক 
























