অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীতে বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ ১১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে রাজশাহী মহানগর ও জেলা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, আরএমপির ১২ থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৫৯ জনকে গ্রেফতার করেছে।
অন্যদিকে জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুর রাজ্জাক খান জানান, জেলার আট থানা ও ডিবি পুলিশ ৫১ জনকে গ্রেফতার করেছে।
পুলিশের এই দুই কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতদের মধ্যে অধিকাংশই পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া কিছু মাদক ব্যবসায়ীও রয়েছে। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে নানা মাদকদ্রব্য।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান এই দুই পুলিশ কর্মকর্তা।
আকাশ নিউজ ডেস্ক 























