আকাশ স্পোর্টস ডেস্ক:
আফগানিস্তানের ঐতিহাসিক টেস্ট ম্যাচকে অবহেলা করে কাউন্টি ক্রিকেট খেলতে চেয়েছিলেন বিরাট কোহলি। উদ্দেশ্য ছিল আসন্ন ইংল্যান্ড সফরের আগে ইংলিশ কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেয়া।
কিন্তু ইনজুরির কারণে কাউন্টি ক্রিকেটের দল সারের হয়ে খেলা হচ্ছে না ভারতীয় এ অধিনায়কের। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই বিবৃতিতে জানিয়েছে, ঘাড়ের ইনজুরিতে ভুগছেন বিরাট। যে কারণে তার কাউন্টি ক্রিকেটে খেলা অনিশ্চিত।
আইপিএলে সাকিব আল হাসানদের সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ফিল্ডিংয়ের সময়ে ঘাড়ে চোট পান রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর এ অধিনায়ক। ভারতীয় ক্রিকেট বোর্ড আশা করছে, ইংল্যান্ড সফরের আগে ফিট হয়ে যাবেন বিরাট। ১৫ জুন থেকে অনুশীলন করতে পারবেন কোহলি।
আকাশ নিউজ ডেস্ক 























