ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠির সুগন্ধীয়া বাজারে আগুন, অর্ধকোটি টাকার ক্ষতি

অাকাশ জাতীয় ডেস্ক:

ঝালকাঠির বিনয়কাঠি ইউনিয়নের সুগন্ধীয়া বাজারে আগুনে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান মালামালসহ পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা দাবি করেছেন। বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার সুগন্ধীয়া বাজারে এ আগুন লাগার ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রমজান উপলক্ষে বাজারের সব দোকানেই পর্যাপ্ত মালামাল ওঠানো হয়েছিল। রাত ২টার দিকে বাজারের দোকানে আগুন লাগে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা মসজিদের মাইকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানায়।

রাস্তা ছোট থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার সুযোগ ছিল না বাজারে। এ অবস্থায় এলাকাবাসী পাশের খাল ও পুকুর থেকে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পুড়ে যায় বাজারের সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান। তবে কী কারণে আগুন লেগেছে, তা বাজারের ব্যবসায়ীরা জানাতে পারেনি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবদুল বারেক সিকদার বলেন, বাজারের সবচেয়ে বড় দোকানটি ছিল আমার। রমজান উপলক্ষে দোকানে পর্যাপ্ত মালামাল উঠিয়েছিলাম, সবই পুড়ে ছাই হয়ে গেছে। সাতটি দোকান মালামালসহ পুড়ে যাওয়ায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

বিনয়কাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, হয়তো বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যেমে আগুন লাগতে পারে, অথবা শত্রুতার কারণে কেউ আগুন লাগাতে পারে। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি। তারা তদন্ত করে ব্যবস্থা নেবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠির সুগন্ধীয়া বাজারে আগুন, অর্ধকোটি টাকার ক্ষতি

আপডেট সময় ০৭:২৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

ঝালকাঠির বিনয়কাঠি ইউনিয়নের সুগন্ধীয়া বাজারে আগুনে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান মালামালসহ পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা দাবি করেছেন। বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার সুগন্ধীয়া বাজারে এ আগুন লাগার ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রমজান উপলক্ষে বাজারের সব দোকানেই পর্যাপ্ত মালামাল ওঠানো হয়েছিল। রাত ২টার দিকে বাজারের দোকানে আগুন লাগে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা মসজিদের মাইকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানায়।

রাস্তা ছোট থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার সুযোগ ছিল না বাজারে। এ অবস্থায় এলাকাবাসী পাশের খাল ও পুকুর থেকে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পুড়ে যায় বাজারের সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান। তবে কী কারণে আগুন লেগেছে, তা বাজারের ব্যবসায়ীরা জানাতে পারেনি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবদুল বারেক সিকদার বলেন, বাজারের সবচেয়ে বড় দোকানটি ছিল আমার। রমজান উপলক্ষে দোকানে পর্যাপ্ত মালামাল উঠিয়েছিলাম, সবই পুড়ে ছাই হয়ে গেছে। সাতটি দোকান মালামালসহ পুড়ে যাওয়ায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

বিনয়কাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, হয়তো বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যেমে আগুন লাগতে পারে, অথবা শত্রুতার কারণে কেউ আগুন লাগাতে পারে। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি। তারা তদন্ত করে ব্যবস্থা নেবেন।