অাকাশ জাতীয় ডেস্ক:
ভোটের আগের রাতে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু চারটি অভিযোগ দাখিল করে তার প্রতিকার দাবি করেছেন। সোমবার রাতে তিনি এ অভিযোগ দাখিল করেন। রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলীর কাছে এ অভিযোগ জমা দেন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে চালানো গণগ্রেফতার বন্ধ, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও ৬ থানার ওসির অপসারণ, নগরীর আবাসিক হোটেলে বহিরাগতদের উচ্ছেদে অভিযান ও খুলনা মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) উপ-কমিশনারের অপসারণ।
বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর দেয়া অভিযোগ পাওয়ার বিষয়ে নিশ্চিত করে রিটানিং কর্মকর্তা ইউনুচ আলী বলেন, আমি পুলিশ কমিশনার হুমায়ুন কবিরের সঙ্গে আলাপ করেছি, কেউ যাতে হয়রানীর শিকার না হয়।
তবে সুনির্দিষ্ট মামলা থাকলে তাদের গ্রেফতার করলে কমিশনের কিছু করার নেই। আবাসিক হোটেলগুলোতে অভিযান চালিয়ে বহিরাগতদের বের করে দেয়ার জন্য ওসিদের সঙ্গে কথা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















