অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ক্ষমতাচ্যুত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ স্বীকার করেছেন, ২০০৮ সালে মুম্বাই হামলার সঙ্গে পাকিস্তানের সন্ত্রাসীরা জড়িত ছিল। এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড এড়ানো সম্ভব বলেও তিনি মন্তব্য করেন। খবর এনডিটিভির।
শনিবার পাকিস্তানের দৈনিক ডনে প্রকাশিত এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। নওয়াজ শরিফ দুঃখ করে বলেছেন, পাকিস্তান নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেছে।
নওয়াজ শরিফ বলেন, ‘পাকিস্তানে জঙ্গি গোষ্ঠীগুলো তৎপর। তারা রাষ্ট্রবিহীন কুশীলব। আমাদের কি উচিত তাদের সীমান্ত পাড় হতে দেয়া এবং মুম্বাই গিয়ে ১৫০ জনকে হত্যা করা? আমাকে বলুন, কেন আমরা বিচারকার্য সম্পন্ন করতে পারছি না?’
২০০৮ সালের ২৬ নভেম্বর সন্ধ্যায় মুম্বাইয়ে প্রায় ১২টি ঐতিহাসিক স্থাপনায় একযোগে সন্ত্রাসী হামলা হয়। এতে ১৬৬ জন নিহত হন। এই হামলার জন্য দীর্ঘ দিন ধরেই পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবাকে দায়ী করছে ভারত।
আকাশ নিউজ ডেস্ক 






















