অাকাশ জাতীয় ডেস্ক:
আগের ১৯ সেকেন্ডের ভিডিওর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একই বক্তব্যের নতুন একটি ভিডিও প্রকাশ পেয়েছে। নতুন ২ মিনিট ৩০ সেকেন্ডের ভিডিটিতে দেখা যায় বিএনপি নেত্রী ‘সেও চায় ক্ষমতা, তার বউও চায় ক্ষমতা’ বলার আগে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নাম উল্লেখ করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া আগের ভিডিওটিতে বিএনপি চেয়ারপারসনের বক্তব্য ছিল এমন, ‘আপনারা যতই বলেন আন্দোলন। আন্দোলন ঢাকায় সেভাবে করা সম্ভব হয়নি। এখানে আমাদের পরিবারের মধ্যে গণ্ডগোল আছেন, তারেক রহমানকে তো আপনারা চেনেন। বউয়ের সাথে গণ্ডগোল, বউ চায় ক্ষমতা, সেও চায় ক্ষমতা।’
ওই ভিডিওটিতে খালেদা জিয়ার একপাশের মুখই কেবল দেখানো হয়েছে,। ভিডিওতে তারেক প্রসঙ্গে ওই উক্তির ঠিক আগে বিএনপি নেত্রীর চেহারা আউট অব ফোকাসে নিয়ে যাওয়া হয়। কবে কোথায় বিএনপি নেত্রী এ বক্তব্য রেখেছেন তা উল্লেখ করা হয়নি ভিডিওতে।
রোববার ১৯ সেকেন্ডের এ ভিডিওটিকে বানোয়াট দাবি করে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই ভিডিওটি বানানো। তিই ধরনের অপপ্রচার নিম্ন ও নোংরা রুচির পরিচয় বহন করে।
ওই দিন রাতেই ফেসবুকে বিএনপি নেত্রীর আরেকটি ভিডিও প্রকাশ করা হয়। এতে বলা হয়, ২০১৫ সালের ১ নভেম্বর লন্ডনের পার্ক প্লাজা হোটেলে যে বক্তব্য দিয়েছিলেন খাদো জিয়া , তা এডিট করে প্রচার করা হয়েছে। আগে প্রকাশ হওয়া ভিডিওর একই সাজে থাকা খালেদা জিয়াকে এই ভিডিওতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং তার স্ত্রী বেগম রওশন এরশাদের কথা তুলে ধরে ‘পরিবারের মধ্যে গণ্ডগোল’ বলতে শোনা যায়।
এরশাদ পত্নীর নাম উল্লেখ করে খালেদা জিয়া বলছেন, ‘এখানে আবার পরিবারের মধ্যে গণ্ডগোল আছে। তাকে তো আপনারা ভালো করে চেনেন, বউয়ের সাথেও গণ্ডগোল। বউ চায় ক্ষমতা, সেও (এরশাদ) চায় ক্ষমতা।’
আকাশ নিউজ ডেস্ক 



















