ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে প্রার্থিতা প্রত্যাহার করলেন মামুনুল হক ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন পোস্টাল ভোট সফল করতে পারলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিতে থাকবে: সিইসি ঢাকায় ফ্ল্যাট পাচ্ছে ওসমান হাদির পরিবার ইসির আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক : রিজভী নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা ‘না’ ভোট দেওয়া মানেই স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো: শারমীন মুরশিদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে: তারেক রহমান

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণ অপ্রাসঙ্গিক: আ.লীগ

অাকাশ জাতীয় ডেস্ক:

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে উচ্চ আদালত কিছু অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত পর্যবেক্ষণ দিয়েছেন বলে মন্তব্য করেছে আওয়ামী লীগ। তাদের মতে, আদালতের এ ধরনের পর্যবেক্ষণ অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও অপ্রাসঙ্গিক। বুধবার (৯ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করা হয়।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা দলীয়ভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছেন। এজন্য একটি দলও গঠন করা হয়েছে। তবে পুরো রায়ের পর্যালোচনা নাকি অনাকাঙ্ক্ষিত পর্যবেক্ষণ প্রত্যাহারের জন্য আবেদন করা হবে, সেই বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান আ.লীগ নেতারা।

ষোড়শ সংশোধনী বাতিল প্রসঙ্গে বিএনপির বিভিন্ন সাম্প্রতিক বক্তব্যের জবাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আ.লীগের অভিযোগ, আদালতের অনাকাঙ্ক্ষিত পর্যবেক্ষণের সুযোগ নিয়ে এবং রায়ের বিকৃত ব্যাখা দিয়ে বিএনপি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের অপচেষ্টা চালাচ্ছে।

বিচার বিভাগকে দলমতের ঊর্ধ্বে রাখা উচিত বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন আ.লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল মতিন খসরু। তার ভাষ্য, ‘আপিল বিভাগের রায় নিয়ে কখনও বিতর্ক এবং রাজনীতি চলে না। রায় নিয়ে আমরা রাজনীতি করতে চাই না, কিন্তু বিএনপি রাজনীতি করছে। তাদের কোনও রাজনৈতিক ইস্যু নেই বলে এটাকে ইস্যু বানানো হচ্ছে। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির কতিপয় নেতারা এ রায় বিকৃত করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য অপপ্রচার চালাচ্ছে। রায়ের ভুল ব্যাখ্যা দিয়ে তারা রাজনীতি করতে চায়।’

এক প্রশ্নের জবাবে আব্দুল মতিন খসরু বলেন, ‘ষোড়শ সংধোনীর কয়েকটি পর্যবক্ষেণ আপত্তিকর। রায়ের সঙ্গে এসবের কোনও প্রাসঙ্গিকতা নেই। তবে সুপ্রিম কোর্ট আমাদের প্রতিপক্ষ নয়। কিন্তু বিএনপি ভিন্ন উদ্দেশে আমাদেরকে সুপ্রিয় কোর্টের প্রতিপক্ষ বানাতে চাচ্ছে।’ ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যকে ব্যক্তিগত বলে মন্তব্য করেন তিনি।

একই সুরে কথা বলেছেন আ. লীগের আইন বিষয়ক সম্পাদক শ. মো. রেজাউল করিম। আদালতের রায়ের ভুল ব্যাখ্যা দেওয়ার জন্য বিএনপিকে আদালতের সুওমোটো করা উচিত বলে মন্তব্য করেন তিনি। তার বক্তব্য, ‘কার নেতৃত্বে স্বাধীনতা হয়েছে সে ব্যাপারে সংসদ অপরিপক্ব সিদ্ধান্ত নিয়েছে— আদালতের এ ধরনের পর্যবেক্ষণ অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও অপ্রাসঙ্গিক। এ ধরনের মন্তব্য কাম্য ছিল না। এই অনভিপ্রেত পর্যবেক্ষণকে ইস্যু করে ও রায়ের ভুল ব্যাখ্যা দিয়ে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে। তাদের বক্তব্যে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। তারা বিকৃত বক্তব্য দিয়ে রাজনৈতিক সুবিধা নিতে চায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণ অপ্রাসঙ্গিক: আ.লীগ

আপডেট সময় ১২:১২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে উচ্চ আদালত কিছু অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত পর্যবেক্ষণ দিয়েছেন বলে মন্তব্য করেছে আওয়ামী লীগ। তাদের মতে, আদালতের এ ধরনের পর্যবেক্ষণ অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও অপ্রাসঙ্গিক। বুধবার (৯ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করা হয়।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা দলীয়ভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছেন। এজন্য একটি দলও গঠন করা হয়েছে। তবে পুরো রায়ের পর্যালোচনা নাকি অনাকাঙ্ক্ষিত পর্যবেক্ষণ প্রত্যাহারের জন্য আবেদন করা হবে, সেই বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান আ.লীগ নেতারা।

ষোড়শ সংশোধনী বাতিল প্রসঙ্গে বিএনপির বিভিন্ন সাম্প্রতিক বক্তব্যের জবাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আ.লীগের অভিযোগ, আদালতের অনাকাঙ্ক্ষিত পর্যবেক্ষণের সুযোগ নিয়ে এবং রায়ের বিকৃত ব্যাখা দিয়ে বিএনপি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের অপচেষ্টা চালাচ্ছে।

বিচার বিভাগকে দলমতের ঊর্ধ্বে রাখা উচিত বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন আ.লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল মতিন খসরু। তার ভাষ্য, ‘আপিল বিভাগের রায় নিয়ে কখনও বিতর্ক এবং রাজনীতি চলে না। রায় নিয়ে আমরা রাজনীতি করতে চাই না, কিন্তু বিএনপি রাজনীতি করছে। তাদের কোনও রাজনৈতিক ইস্যু নেই বলে এটাকে ইস্যু বানানো হচ্ছে। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির কতিপয় নেতারা এ রায় বিকৃত করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য অপপ্রচার চালাচ্ছে। রায়ের ভুল ব্যাখ্যা দিয়ে তারা রাজনীতি করতে চায়।’

এক প্রশ্নের জবাবে আব্দুল মতিন খসরু বলেন, ‘ষোড়শ সংধোনীর কয়েকটি পর্যবক্ষেণ আপত্তিকর। রায়ের সঙ্গে এসবের কোনও প্রাসঙ্গিকতা নেই। তবে সুপ্রিম কোর্ট আমাদের প্রতিপক্ষ নয়। কিন্তু বিএনপি ভিন্ন উদ্দেশে আমাদেরকে সুপ্রিয় কোর্টের প্রতিপক্ষ বানাতে চাচ্ছে।’ ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যকে ব্যক্তিগত বলে মন্তব্য করেন তিনি।

একই সুরে কথা বলেছেন আ. লীগের আইন বিষয়ক সম্পাদক শ. মো. রেজাউল করিম। আদালতের রায়ের ভুল ব্যাখ্যা দেওয়ার জন্য বিএনপিকে আদালতের সুওমোটো করা উচিত বলে মন্তব্য করেন তিনি। তার বক্তব্য, ‘কার নেতৃত্বে স্বাধীনতা হয়েছে সে ব্যাপারে সংসদ অপরিপক্ব সিদ্ধান্ত নিয়েছে— আদালতের এ ধরনের পর্যবেক্ষণ অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও অপ্রাসঙ্গিক। এ ধরনের মন্তব্য কাম্য ছিল না। এই অনভিপ্রেত পর্যবেক্ষণকে ইস্যু করে ও রায়ের ভুল ব্যাখ্যা দিয়ে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে। তাদের বক্তব্যে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। তারা বিকৃত বক্তব্য দিয়ে রাজনৈতিক সুবিধা নিতে চায়।