ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

অন্তঃসত্ত্বা হয়েও বিদেশ সফরে প্রধানমন্ত্রী জাসিন্দা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডার্ন এখন সাত মাসের অন্তঃসত্ত্বা। পায়ে খানিকটা ব্যথা। আর সিঁড়ি বেয়ে ওঠার সময় ধীরে হাঁটতে হয়। এর পরও ইউরোপ সফরে গেছেন তিনি।

সোমবার থেকে শুরু হয়েছে জাসিন্দার এ সফর। ফ্রান্স ও বার্লিন ঘুরে বৃহস্পতিবার লন্ডনে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন তিনি। গত অক্টোবরে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন লেবার পার্টির এ ৩৭ বছর বয়সী নেত্রী।

জানুয়ারিতে তার সন্তানসম্ভবা হওয়ার খবর জানাজানি হয়। এর পর থেকে কর্মরত মা হিসেবে রীতিমতো দৃষ্টান্ত হয়ে উঠেছেন তিনি। প্যারিসে পৌঁছে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে কথা বলেন জাসিন্দা।

তিনি বলেন, ‘শুরুর দিনগুলোতে সকালের দিকে বেশ অসুস্থ বোধ করতাম। তখন ব্যাপারটা কেউ জানতই না। এখন পায়ের ব্যথা একটু বেড়েছে, তবে তা কাজকর্মে প্রভাব ফেলছে না।’

সাক্ষাৎকার দেয়ার সময় পায়ে ব্যথার জন্যই জুতো না পরে শুধু মোজা পরে ছিলেন জাসিন্দা।

এ জন্য ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘কিছু দিন পর হয়তো খুব বেশি চলাফেরা করায় কিছুটা অসুবিধা দেখা দিতে পারে। তবে এর জন্য যাতে বিশেষ কোনো অসুবিধে না হয়, সে বিষয়ে আমি সচেতন।’

আগামী জুন মাসে ৬ সপ্তাহের জন্য মাতৃত্বকালীন ছুটিতে যাবেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। ১৯৯০ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো সন্তানের জন্ম দেন। এ তালিকায় জাসিন্দা আর্ডার্ন আছেন দুই নম্বরে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

অন্তঃসত্ত্বা হয়েও বিদেশ সফরে প্রধানমন্ত্রী জাসিন্দা

আপডেট সময় ১০:৪৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ এপ্রিল ২০১৮

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডার্ন এখন সাত মাসের অন্তঃসত্ত্বা। পায়ে খানিকটা ব্যথা। আর সিঁড়ি বেয়ে ওঠার সময় ধীরে হাঁটতে হয়। এর পরও ইউরোপ সফরে গেছেন তিনি।

সোমবার থেকে শুরু হয়েছে জাসিন্দার এ সফর। ফ্রান্স ও বার্লিন ঘুরে বৃহস্পতিবার লন্ডনে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন তিনি। গত অক্টোবরে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন লেবার পার্টির এ ৩৭ বছর বয়সী নেত্রী।

জানুয়ারিতে তার সন্তানসম্ভবা হওয়ার খবর জানাজানি হয়। এর পর থেকে কর্মরত মা হিসেবে রীতিমতো দৃষ্টান্ত হয়ে উঠেছেন তিনি। প্যারিসে পৌঁছে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে কথা বলেন জাসিন্দা।

তিনি বলেন, ‘শুরুর দিনগুলোতে সকালের দিকে বেশ অসুস্থ বোধ করতাম। তখন ব্যাপারটা কেউ জানতই না। এখন পায়ের ব্যথা একটু বেড়েছে, তবে তা কাজকর্মে প্রভাব ফেলছে না।’

সাক্ষাৎকার দেয়ার সময় পায়ে ব্যথার জন্যই জুতো না পরে শুধু মোজা পরে ছিলেন জাসিন্দা।

এ জন্য ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘কিছু দিন পর হয়তো খুব বেশি চলাফেরা করায় কিছুটা অসুবিধা দেখা দিতে পারে। তবে এর জন্য যাতে বিশেষ কোনো অসুবিধে না হয়, সে বিষয়ে আমি সচেতন।’

আগামী জুন মাসে ৬ সপ্তাহের জন্য মাতৃত্বকালীন ছুটিতে যাবেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। ১৯৯০ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো সন্তানের জন্ম দেন। এ তালিকায় জাসিন্দা আর্ডার্ন আছেন দুই নম্বরে।