অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহসহ ১১টি মামলার শুনানির জন্য আগামী ১৫ মে দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার রাজধানীর বকশীবাজারে স্থাপিত ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।
এদিন মামলাগুলোর শুনানির দিন ধার্য ছিল। কিন্তু অধিকাংশ মামলার কার্যক্রম আদালতে স্থগিতাদেশ থাকায় সময় আবেদন করেন আসামিপক্ষ। আদালত সময় আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির ওই দিন ধার্য করেন।
আদালত সূত্র জানায়, মামলাগুলোর মধ্যে রাজধানীর দারুস সালাম থানার নাশকতার আটটি, যাত্রাবাড়ী থানার দুটি ও রাষ্ট্রদ্রোহের অপর একটি মামলা রয়েছে। এর মধ্যে যাত্রাবাড়ী থানায় যাত্রী হত্যা মামলার চার্জশিট (অভিযোগপত্র) গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। আর রাষ্ট্রদ্রোহ মামলায় ইতিমধ্যেই আসামিপক্ষ হাইকোর্টে মামলা বাতিল চেয়ে আবেদন করেছেন। ওই মামলায় চার্জ গঠনসংক্রান্ত উচ্চ আদালতের আদেশ দাখিলের দিন ধার্য ছিল। বাকি মামলায় চার্জ গঠনসংক্রান্ত শুনানির দিন ধার্য ছিল।
আকাশ নিউজ ডেস্ক 






















