অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রে কূটনীতিক হিসেবে দায়িত্ব পালনকালে শিশু পর্নোগ্রাফির অপরাধে জড়িত থাকার অভিযোগে এক যাজককে গ্রেফতার করেছে ভ্যাটিকান কর্তৃপক্ষ।
মনসিনোর কারলো কাপেলা নামে ওই যাজককে শনিবার ভ্যাটিকানের নিরাপত্তা বাহিনী গ্রেফতার করে।-খবর আরটি অনলাইনের।
ভ্যাটিকান জানায়, যাজক মনসিনোর কারলো কাপেলা যুক্তরাষ্ট্রে ভ্যাটিক্যান রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তার বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফির অভিযোগ ওঠলে গত বছর তাকে ওয়াশিংটন থেকে প্রত্যাহার করে ভ্যাটিকানে ফিরিয়ে আনা হয়। যাজক কাপেলা শিশু পর্নোগ্রাফি আইন লঙ্ঘন করেছে, প্রমাণ পেয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
তারা জানায়, কাপেলা কানাডায় সফরকালে বিভিন্ন ওয়েবসাইট থেকে শিশু পর্নোগ্রাফি ডাউনলোড করে তা ছড়িয়ে দিয়েছেন। ভ্যাটিকান প্রধান পোপ ফ্রান্সিসের গণমাধ্যম অফিস জানিয়েছে, ভ্যাটিকানের রাষ্ট্রীয় আইনের ধারা ১০ মোতাবেক তাকে গ্রেফতার করা হয়েছে। পর্নোগ্রাফি সংশ্লিষ্ট এই আইন অনুসারে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।
কাপেলার ১২ বছর পর্যন্ত কারাদণ্ডের শাস্তি হতে পারে। সেন্ট পিটার্স স্কয়ারের কাছে পুলিশ ব্যারাকের একটি কারাগারে আটক রাখা হয়েছে তাকে।
যাজকীয় ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পোপ ফ্রান্সিস। এমনকি তিনি যৌন হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিগ্রহণ করার কথা জানিয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 

























