অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
বলিউড তারকা সালমান খান সংখ্যালঘু সম্প্রদায়ের বলেই তাকে সাজা দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ। কৃষ্ণসার হত্যা মামলায় শনিবার আদালত পাঁচ বছরের কারাদণ্ড দেয় সালমান খানকে। এরপরই পাকিস্তানের সাংবাদিক হামিদ মীরকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সালমান খান সংখ্যালঘু সম্প্রদায়ের বলেই তাকে সাজা দেয়া হয়েছে। ২০ বছরের পুরনো মামলায় তার সাজার ঘটনা দেখিয়ে দিলো, ভারতে মুসলিম, অস্পৃশ্য ও খ্রিস্টানদের জীবনের মূল্য নেই। সালমান যদি ভারতের শাসক দলের ধর্মের মানুষ হতেন, তাহলে হয়তো তাকে এই ধরনের কঠোর সাজা দেওয়া হত না। আদালত হয়তো তাকে ক্ষমা করে দিতেন।
প্রসঙ্গত, ১৯৯৮ সালের ১ অক্টোবর রাতে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালীন ভারতের যোধপুরের কাছে একটি গ্রামে দু’টি কৃষ্ণসারকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সালমান খানকে পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। এই মামলায় তব্বু, সইফ আলি খান, সোনালী বেন্দ্রে ও নীলমকে বেকসুর খালাস করেছে আদালত।
এদিকে জয়া বচ্চন, সুভাষ ঘাই, অর্জুন রামপালের মতো অনেকেই মনে করছেন, সালমানের সাজা একটু বেশিই কঠোর হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























