অাকাশ জাতীয় ডেস্ক:
চাঁদপুর কচুয়ায় জাতীয় শোক দিবস পালনকে কেন্দ্র করে সৃষ্ট কোন্দলে বঙ্গবন্ধুর পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। শুক্রবার রাতে বঙ্গবন্ধুর শোকাবহ ছবি সম্বলিত পোষ্টার লাগাতে গিয়ে বেধড়ক পিটুনিরও শিকার হয়েছেন আওয়ামী লীগ নেতা একরাম হোসেন ও পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলী আক্কাছ। এলাকায় আধিপত্য বিস্তার করতেই প্রতিপক্ষের শোক দিবস পালনে বাঁধা দিতে বঙ্গবন্ধুর পোস্টার ছিঁড়ে ফেলা হয় বলে জানা গেছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও শোক দিবস পালন উপলক্ষ্যে এনবিআরের সাবেক চেয়ারম্যান মো: গোলাম হোসেনের উদ্যোগে নেতা-কর্মীরা পৌরসভা এলাকায় ১৫ আগস্টের শোকাবহ ছবি পোস্টারিং করে। এ সময় উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র নাজমুল আলম স্বপনের নেতৃত্বে কয়েকজন কয়েকজন উশৃঙ্খল কর্মী তাদের বেধড়ক মারধর করে এবং পোষ্টার ছিঁড়ে ফেলে। এরপর তাদের ধরে নিয়ে থানায় সোপর্দ করে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। শোক দিবস পালনকে কেন্দ্র করে দুপক্ষ্যের মধ্যে সংঘর্ষের আশংকা দেখা দেয়। পরে পরিস্থিতি সামাল দিয়ে চাঁদপুর পুলিশ সুপারকে হস্তক্ষেপ করতে হয়। পুলিশ সুপার পরিস্থিতি শান্ত করতে উভয়পক্ষের সঙ্গেই আলোচনা করেন। আলোচনায় আধিপত্য বিস্তার বা কাউকে বাঁধা না দিয়ে শান্তিপূর্ণভাবে শোক দিবস পালন করতে উভয়পক্ষকে পরামর্শ দেন। পরে পুরো ঘটনা জানার পর আটককৃত ওই দুই নেতাকে ছেড়ে দেওয়া হয়। এ ব্যাপারে কচুয়া থানা অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান তাদের আটকের বিষয়টির সত্যতা স্বীকার করেন এবং তাদেরকে ছেড়ে দেয়ার কথা স্বীকার করেন।
আকাশ নিউজ ডেস্ক 



















