অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপির শীর্ষস্থানীয় ৮ নেতাকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলবের ব্যাপারে সরকারে কোনো হস্তক্ষেপে নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন প্রস্তুতি কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।
এই সময় তিনি বলেন, বিএনপি নেতাদের অস্বাভাবিক আর্থিক লেনদেনের কারণে তাদের বিরুদ্ধে দুদকের চলমান তদন্ত। তার নিয়মমাফিক কাজ করছে। বিএনপি নেতারা প্রায় ১২৫ কোটি টাকার লেনদেন করেছেন। এই লেনদেনের বিষয়ে তদন্ত করতেই বিএনপি নেতাদের ডেকেছে দুদক।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের অনেক নেতাকেও দুদক তলব করেছে। এমনকি আওয়ামী লীগের এক এমপিকে দুদকের তদন্তের পর জেলে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 





















