অাকাশ জাতীয় ডেস্ক:
ঝিনাইদহ শহরের আরাবপুর চানপাড়া মসজিদ নামকস্থানে ফিরোজ আহমেদ (৩৫) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফিরোজ ঐ গ্রামের আনসার আলীর ছেলে ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছিলেন।
ঝিনাইদহ সদর থানার ওসি ইমদাদুল হক শেখ জানান, দুপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফিরোজ আহমেদ বাড়ি থেকে বের হয়ে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় চাদপাড়া মসজিদের কাছে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে তা তদন্ত শুরু করেছে পুলিশ।
আকাশ নিউজ ডেস্ক 



















