ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ

আশরাফুলের সেঞ্চুরি ছাপিয়ে নায়ক মিজানুর

আকাশ স্পোর্টস ডেস্ক: 

নিজের সেঞ্চুরি আর দলের হার, এবারের ঢাকা লিগে এটাই যেন মোহাম্মদ আশরাফুলের নিয়তি। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে করলেন টানা তিন ম্যাচে সেঞ্চুরি। কিন্তু তিনটিতেই হারল দল।

রোববার তার তুলনামূলক মন্থর সেঞ্চুরি ছাপিয়ে ঝড়ো সেঞ্চুরিতে দলকে জিতিয়েছেন মিজানুর রহমান।

ঢাকা প্রিমিয়ার লিগের রেলিগেশন লিগে কলাবাগান ক্রীড়া চক্রকে ছয় উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। কলাবাগানের অবনমন নিশ্চিত হয়ে গেছে আগেই। ব্রাদার্স ও অগ্রণী ব্যাংকের পয়েন্ট ১০। বুধবার এ দুই দলের লড়াই নির্ধারণ করবে প্রিমিয়ারে টিকে থাকবে কোন দল।

বিকেএসপিতে কাল ম্যাচের দ্বিতীয় ওভারে উইকেটে গিয়েও আশরাফুল সেঞ্চুরি ছুঁয়েছেন ইনিংসের শেষ বলে। ১০২ রান করতে লেগেছে ১৩৭ বল। ৫০ ওভারে মাত্র তিন উইকেট হারালেও কলাবাগান করতে পারে মাত্র ২৫২ রান।

রান তাড়ায় ব্রাদার্সকে এগিয়ে নেয় মিজানুরের ১০৪ বলে ১১৫ রানের ইনিংস। পরে ইয়াসির আলি ও নাজমুস সাদাতের দারুণ ফিনিশিংয়ে ম্যাচ শেষ ৩৩ বল আগেই।

টস জিতে ব্যাটিংয়ে নামা কলাবাগান দ্বিতীয় ওভারে হারায় ওপেনার ফয়সাল আহমেদকে। তিনে নামেন আশরাফুল। ওপেনার ওয়ালিউল করিমের সঙ্গে গড়েন ১১৬ রানের জুটি। ৯৫ বলে ৭৯ রান করে আউট হন ওয়ালিউল। অন্যদিকে আশরাফুলের ব্যাটে ছিল লিগের বেশিরভাগ ম্যাচের মতোই ‘ধীরো চলো’ নীতি। পঞ্চাশ ছুঁতেই লেগে যায় ১০২ বল।

তবে শেষদিকে গতি পায় আশরাফুলের ইনিংস। শেষ ওভারের প্রথম ও শেষ বলে বাউন্ডারিতে সেঞ্চুরি স্পর্শ করেন ১৩৭ বলে। এবারের লিগে আশরাফুলের এটি পঞ্চম সেঞ্চুরি।

চারটিতেই স্ট্রাইক রেট আশির বেশ নিচে। এর তিনটিতেই হেরেছে দল। সব মিলিয়ে তার পাঁচ সেঞ্চুরির চারটিতেই হেরেছে দল। কালও ব্যাটিং উইকেটে আড়াইশ’ রানের স্কোর চ্যালেঞ্জ জানাতে পারেনি ব্রাদার্সকে।

মিজানুর শুরু থেকেই ছিলেন দারুণ আগ্রাসী। ফিফটি করেন ৪৩ বলেই। মিজানুর এবারের লিগে দ্বিতীয় সেঞ্চুরি স্পর্শ করেছেন ৮৫ বলে। শেষ পর্যন্ত আউট হয়েছেন ১১ চার ও ৬ ছক্কায় ১০৪ বলে ১১৫ রান করে।

বাকি পথটুকু ব্রাদার্স পাড়ি দিয়েছে ইয়াসির আলি ও নাজমুস সাদাতের ব্যাটে। পঞ্চম উইকেটে দু’জনের অবিচ্ছিন্ন জুটি ৭৫ রানের। দুটি করে চার ও ছক্কায় ৪৫ রানে অপরাজিত থাকেন ইয়াসির। সাদাত অপরাজিত ৩২ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

সংক্ষিপ্ত স্কোর :

ব্রাদার্স ও কলাবাগান :

কলাবাগান ক্রীড়া চক্র ২৫২/৩, ৫০ ওভারে (ওয়ালিউল করিম ৭৯, মোহাম্মদ আশরাফুল ১০২*, মুনিম শাহরিয়ার ৩৫, ফারুক হোসেন ২৮*। সোহরাওয়ার্দী শুভ ২/৫৩)।

ব্রাদার্স ইউনিয়ন ২৫৩/৪, ৪৪.৩ ওভারে (মিজানুর রহমান ১১৫, জুনায়েদ সিদ্দিকী ১৬, মাইশুকুর রহমান ১৬, অলক কাপালী ২৭, ইয়াসির আলী ৪৫*, নাজমুস সাদাত ৩২*। জাইমুল হাসান ৩/৪৭)। ফল : ব্রাদার্স ইউনিয়ন ৬ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : মিজানুর রহমান (ব্রাদার্স)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ

আশরাফুলের সেঞ্চুরি ছাপিয়ে নায়ক মিজানুর

আপডেট সময় ০৪:২২:৫২ অপরাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক: 

নিজের সেঞ্চুরি আর দলের হার, এবারের ঢাকা লিগে এটাই যেন মোহাম্মদ আশরাফুলের নিয়তি। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে করলেন টানা তিন ম্যাচে সেঞ্চুরি। কিন্তু তিনটিতেই হারল দল।

রোববার তার তুলনামূলক মন্থর সেঞ্চুরি ছাপিয়ে ঝড়ো সেঞ্চুরিতে দলকে জিতিয়েছেন মিজানুর রহমান।

ঢাকা প্রিমিয়ার লিগের রেলিগেশন লিগে কলাবাগান ক্রীড়া চক্রকে ছয় উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। কলাবাগানের অবনমন নিশ্চিত হয়ে গেছে আগেই। ব্রাদার্স ও অগ্রণী ব্যাংকের পয়েন্ট ১০। বুধবার এ দুই দলের লড়াই নির্ধারণ করবে প্রিমিয়ারে টিকে থাকবে কোন দল।

বিকেএসপিতে কাল ম্যাচের দ্বিতীয় ওভারে উইকেটে গিয়েও আশরাফুল সেঞ্চুরি ছুঁয়েছেন ইনিংসের শেষ বলে। ১০২ রান করতে লেগেছে ১৩৭ বল। ৫০ ওভারে মাত্র তিন উইকেট হারালেও কলাবাগান করতে পারে মাত্র ২৫২ রান।

রান তাড়ায় ব্রাদার্সকে এগিয়ে নেয় মিজানুরের ১০৪ বলে ১১৫ রানের ইনিংস। পরে ইয়াসির আলি ও নাজমুস সাদাতের দারুণ ফিনিশিংয়ে ম্যাচ শেষ ৩৩ বল আগেই।

টস জিতে ব্যাটিংয়ে নামা কলাবাগান দ্বিতীয় ওভারে হারায় ওপেনার ফয়সাল আহমেদকে। তিনে নামেন আশরাফুল। ওপেনার ওয়ালিউল করিমের সঙ্গে গড়েন ১১৬ রানের জুটি। ৯৫ বলে ৭৯ রান করে আউট হন ওয়ালিউল। অন্যদিকে আশরাফুলের ব্যাটে ছিল লিগের বেশিরভাগ ম্যাচের মতোই ‘ধীরো চলো’ নীতি। পঞ্চাশ ছুঁতেই লেগে যায় ১০২ বল।

তবে শেষদিকে গতি পায় আশরাফুলের ইনিংস। শেষ ওভারের প্রথম ও শেষ বলে বাউন্ডারিতে সেঞ্চুরি স্পর্শ করেন ১৩৭ বলে। এবারের লিগে আশরাফুলের এটি পঞ্চম সেঞ্চুরি।

চারটিতেই স্ট্রাইক রেট আশির বেশ নিচে। এর তিনটিতেই হেরেছে দল। সব মিলিয়ে তার পাঁচ সেঞ্চুরির চারটিতেই হেরেছে দল। কালও ব্যাটিং উইকেটে আড়াইশ’ রানের স্কোর চ্যালেঞ্জ জানাতে পারেনি ব্রাদার্সকে।

মিজানুর শুরু থেকেই ছিলেন দারুণ আগ্রাসী। ফিফটি করেন ৪৩ বলেই। মিজানুর এবারের লিগে দ্বিতীয় সেঞ্চুরি স্পর্শ করেছেন ৮৫ বলে। শেষ পর্যন্ত আউট হয়েছেন ১১ চার ও ৬ ছক্কায় ১০৪ বলে ১১৫ রান করে।

বাকি পথটুকু ব্রাদার্স পাড়ি দিয়েছে ইয়াসির আলি ও নাজমুস সাদাতের ব্যাটে। পঞ্চম উইকেটে দু’জনের অবিচ্ছিন্ন জুটি ৭৫ রানের। দুটি করে চার ও ছক্কায় ৪৫ রানে অপরাজিত থাকেন ইয়াসির। সাদাত অপরাজিত ৩২ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

সংক্ষিপ্ত স্কোর :

ব্রাদার্স ও কলাবাগান :

কলাবাগান ক্রীড়া চক্র ২৫২/৩, ৫০ ওভারে (ওয়ালিউল করিম ৭৯, মোহাম্মদ আশরাফুল ১০২*, মুনিম শাহরিয়ার ৩৫, ফারুক হোসেন ২৮*। সোহরাওয়ার্দী শুভ ২/৫৩)।

ব্রাদার্স ইউনিয়ন ২৫৩/৪, ৪৪.৩ ওভারে (মিজানুর রহমান ১১৫, জুনায়েদ সিদ্দিকী ১৬, মাইশুকুর রহমান ১৬, অলক কাপালী ২৭, ইয়াসির আলী ৪৫*, নাজমুস সাদাত ৩২*। জাইমুল হাসান ৩/৪৭)। ফল : ব্রাদার্স ইউনিয়ন ৬ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : মিজানুর রহমান (ব্রাদার্স)।