আকাশ স্পোর্টস ডেস্ক:
ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের (আইপিএল) একাদশ আসরে বল গড়ানোর আগে ইনজুরিতে পড়েছেন অস্ট্রেলিয়ান গতি দানব মিচেল স্টার্ক। জানা যায়, ডান পায়ের চোটের কারণে আগামী দুই মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। যে কারণে টুর্নামেন্ট শুরুর আগেই বিপদ কেকেআর।
বাস্তবতা হলো কলকাতার হয়ে এবারের আইপিএলে বোলিং তাণ্ডব চালাতে পারবেন না মিচেল স্টার্ক। তাই তার পরির্বতে অন্য একজন পেসারকে ভিড়ানো জুরুরি শাহরুখ খান মালিকানাধীন দলটির। এখন প্রশ্ন হচ্ছে, স্টার্কের পরিবর্তে কে বেশি উপযোগী কলকাতা শিবিরে? এমন প্রশ্ন মাথায় ঘুরছে টিম ম্যানেজম্যান্টের।
মিচেল স্টার্কের পরিবর্তে দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার মরণে মরকেলেই অধিকতর পছন্দ ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের। শুক্রবার (৩১ মার্চ) টুইট বার্তায় নিজের পছন্দের কথা জানিয়ে দেন তিনি।
এ ক্ষেত্রে তার যুক্তি, আইপিএল চলাকালীন সময়ে মোটামুটি ফ্রি থাকবেন মরকেল। এমনকি সে বর্তমানে বেশ ফিট। তােই তাকে কাজে লাগানো যেতে যারে।
প্রসঙ্গত, আইপিএল একাদশ আসরে মিচেল স্টার্ককে ৯.৪০ কোটি টাকায় কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স।
আকাশ নিউজ ডেস্ক 

























