অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
শিরোনামের এই বিষয়টি এখন ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের মধ্যে আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয়।দেশের জাতীয় দৈনিকগুলোতে এই খবরটি ফলাও করে প্রচারের পর থেকে নানাভাবে অবৈধ হয়ে পড়া প্রবাসী বাংলাদেশীরা রয়েছেন ভয়, আতংক আর শংকার মধ্যে। তবে এটি কি খুব আতংকিত হবার মত একটি বিষয়? আমি মনেকরি ‘না’।
মুল বিষয় হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে যতই চাপ দেওয়া হউক না কেন ‘আনডকুমেন্টেড’ ব্যক্তিদের ধরে ধরে দেশে ফেরত পাঠিয়ে দিবে -এমন ভাবার কোন কারণ নেই।
এ বিষয়ে ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটির একজন নেতা পরামর্শ দিয়ে বলেছেন,আতংকিত কিংবা ভয় পাবার মত এটি কোন বিষয় বলে আমি মনেকরি না।তবে সাবধান থাকার জন্য তিনি পরামর্শ দিয়েছেন।
এ বিষয়ে কোন বিভ্রান্ত ছড়ানো কিংবা কারো বক্তব্য খন্ডিতভাবে উপস্থাপন করে কমিউনিটিতে বিভেদ তৈরি কোনভাবেই কাম্য নয়।
প্রবাসীরা ভাল থাক।
আকাশ নিউজ ডেস্ক 

























