অাকাশ জাতীয় ডেস্ক:
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি যতো প্রস্তাবই দিক না কেন, তাদের কোন প্রস্তাব বাস্তব সম্মত নয়। তারা নির্বাচনকে হয় বানচাল করতে চায়, তা না হলে বির্তকিত করার চেষ্টা করে। কিন্তু সেটা তারা করতে পারবে না। শনিবার দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলা পরিষদের নতুন ভবন উদ্বোধনের পর সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সহায়ক সরকার বলে দুনিয়ার কোথায়ও কোন সংবিধানে নেই। ২০১৪ সনের ৫ জানুয়ারি তারা নির্বাচন না এসে ভুল করেছে। তার সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী নির্বাচনে অংশ নিবে। তার কোন বিকল্প নেই।
সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে উল্লেখ করে তিনি বলেন, সংসদ বহাল থাকবে, যার সরকার প্রধান থাকবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর নির্বাচন করবে নির্বাচন কমিশন।
চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে উপজেলা চোরম্যান জয়নাল আবেদিন আকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লা আল ইসলাম জ্যাকব, হাবিবে মিল্লাত মুন্না এমপি, এলজিআরডি মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী।
আকাশ নিউজ ডেস্ক 



















