অাকাশ বিনোদন ডেস্ক:
ভারতের মানুষের হৃদয়কে কণ্ঠ দিয়ে জয় করেছেন বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী মোনালি ঠাকুর। শুনে অবাক হবেন যে, এই বাঙালি কন্যা নাকি বাড়ি ভাড়ার টাকা না থাকার কারণে মুম্বাই থেকে পালিয়ে এসেছিলেন কলকাতায়। শুধু তিনি নন সঙ্গে ছিলেন বলিউডের আরেক জনপ্রিয় তারকা কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। কলকাতার একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই কণ্ঠশিল্পী।
মোনালি ঠাকুর এক প্রশ্নের জবাবে বলেন, অরিজিৎ আর আমি মুম্বাইয়ে একই অ্যাপার্টমেন্টে থাকি। কিন্তু এখন আমরা নিজেদের কাজ নিয়ে সব সময় ব্যস্ত থাকি। অথচ আমি আর অরিজিৎ বাধ্য হয়ে মুম্বাই থেকে পালিয়ে কলকাতায় চলে এসেছিলাম। তিনি বলেন, মুম্বাইয়ে এমন দিন গেছে, যখন অরিজিৎ আর আমার বাড়ি ভাড়ার টাকা ছিল না। বাধ্য হয়েছিলাম কলকাতায় পালিয়ে আসতে। সে সব দুর্দিনের কথা মনে করতে চাই না।
গোপনে বিয়ের কাজ সেরে ফেলেছেন মোনালি, সম্প্রতি এমন একটি গুজব ছড়িয়ে পড়ে। এ প্রসঙ্গে তিনি বলেন, বিয়ে নিয়ে এত বাড়াবাড়ি করার কী আছে? এটা তো জাস্ট একটা সাইনের ব্যাপার। বিয়ে এখনো হয়নি। হলে জানতে পারবেন।
আকাশ নিউজ ডেস্ক 

























