অাকাশ জাতীয় ডেস্ক:
ঢাকার কেরানীগঞ্জে খালের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে খোলামোড়া এলাকার আটি-নবাবচর খাল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই এসএম মেহেদী হাসান জানান, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে সকাল ১০টার দিকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়। শরীরে কোনো কাপড় ছিল না। ধারনা করা হচ্ছে, ওই নারী ৭-৮ দিন আগে মারা গেছে। দীর্ঘ সময় পানিতে থাকায় চামড়ায় পচঁন ধরেছে এবং লাশ ফুলে গেছে। ফলে শরীরের কোনো আঘাতের চিহ্ন রয়েছে কিনা? সেটা বোঝা যাচ্ছে না।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে বলে তিনি জানান।
আকাশ নিউজ ডেস্ক 























