ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে: জোনায়েদ সাকি এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, প্রাণে রক্ষা পেলেন রোগীসহ চারজন ক্ষমতা হস্তান্তর ও গণভোট নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রচেষ্টা অভিযোগ প্রেস সচিবের ‘ক্ষমতায় গেলে গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি’:রিজভী রাজনৈতিক দলের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে : ইসি আনোয়ারুল বিসমিল্লাহ সারা জীবন থাকবে, সব সময়ই থাকবে: স্বাস্থ্য উপদেষ্টা ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে: মির্জা ফখরুল বাড্ডায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধে চরম ভোগান্তি মানবতাবিরোধী অপরাধের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল জন্মহারে বড় ধস, অর্থনৈতিক সংকটের মুখে চীন

গরমে লাউয়ের যত গুণ

আকাশ নিউজ ডেস্ক:

এই গরমে হঠাৎ করে শরীরে বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়। সাধারণত এই মৌসুমে খাদ্যাভ্যাসে আসে অনেক পরিবর্তন। তাই গরমের সময় কোন খাবার বেশি খাওয়া বেশি স্বাস্থ্য সম্মত, সেটা নিয়ে অনেককেই দ্বিধায় থাকে। গরমে শরীরের আর্দ্রতা বেড়ে যাওয়ায় সমস্যার মাত্রা তীব্র করে। যার কারণে লাউ গরমের জন্য আদর্শ সবজি হতে পারে। আর তাই লাউয়ে সমস্ত গুন সম্পর্কে জানা দরকার।

সময় সংবাদ অনলাইন পাঠকদের জন্য গরমে লাউ খাওয়ার উপকারিতা তুলে ধরা হলো–

লাউয়ের বিস্ময়কর যত গুণ:

* হজমে সাহায্য করে, সঙ্গে কোষ্ঠ্যকাঠিন্যে, অর্শ, পেট ফাঁপার সমস্যাও প্রতিরোধ করে লাউ।

* হার্ট সুস্থ রাখতে সাহায্য করে লাউ।

*চুলের গোড়া শক্ত করে এবং চুল পেকে যাবার হার কমায়।

* লাউ ত্বকের আর্দ্রতা ঠিক রাখতে সহায়তা করে।

* লাউয়ে রয়েছে প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস। যা দেহের ঘামজনিত লবণের ঘাটতি দূর করে। দাঁত ও হাড়কে মজবুত করে।

* ক্যালরির পরিমাণ কম থাকায় ডায়াবেটিস রোগীদের জন্য লাউ প্রচুর উপকারী। ডায়েটিং কালে লাউ ভালো ফল দেয়।

* শরীর ঠাণ্ডা রাখে। লাউয়ের ৯২ শতাংশ জলীয় হওয়ার দরুন দেহে জলের প্রয়োজন মেটায়।

* ডায়াবেটিসের রুগীদের রক্তে শর্করার মাত্রা ও রক্তচাপ ঠিক রাখতে সহায়ক লাউ।

* ক্যালরির মাত্রা কম থাকায় ওজন কমাতে সহায়ক লাউ।

* দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে লাউ। ইনসমনিয়া বা নিদ্রাহীনতা দূর করে পরিপূর্ণ ঘুমের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

* ইউরিনারি ট্র‌্যাক্ট ইনফেকশন কমায়।

* স্ট্রেস কমাতে সহায়ক লাউ।

* এতে থাকা ভিটামিন সি, বি, কে, এ, আয়রন, ফোলেট, পটাশিয়াম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

* দেহে ক্ষতিকারক কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়ক লাউ।

* উচ্চ রক্তচাপের রোগীদের জন্য এটি আদর্শ সবজি।

* প্রসবের সংক্রামণজনিত সমস্যা দূর করে। কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি পায়।

* পোস্ট ওয়ার্কআউট ড্রিঙ্ক হিসেবে লাউয়ের রস খেলে দেহে গ্লুকোজ লেভেল ঠিক থাকে।

লাউয়ে যেসব ভিটামিন রয়েছে:

১০০ গ্রাম একটি লাউয়ে রয়েছে ক্যালসিয়াম- ২০ মি.গ্রা., ফ্যাট- ০.৬ গ্রাম, কার্বোহাইড্রেট- ২.৫ গ্রাম, প্রোটিন- ০.২ গ্রাম, বি-২, আয়রন, ভিটামিন-সি- ৬ গ্রাম, ফসফরাস- ১০ মি.গ্রা., নিকোটিনিক অ্যাসিড- ০.২ মি.গ্রা., পটাশিয়াম- ৮৭ মি.গ্রা.। লাউয়ে আরোও রয়েছে খনিজ লবণ, ভিটামিন বি-১,।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে: জোনায়েদ সাকি

গরমে লাউয়ের যত গুণ

আপডেট সময় ০৯:৩৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১৯ মার্চ ২০১৮

আকাশ নিউজ ডেস্ক:

এই গরমে হঠাৎ করে শরীরে বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়। সাধারণত এই মৌসুমে খাদ্যাভ্যাসে আসে অনেক পরিবর্তন। তাই গরমের সময় কোন খাবার বেশি খাওয়া বেশি স্বাস্থ্য সম্মত, সেটা নিয়ে অনেককেই দ্বিধায় থাকে। গরমে শরীরের আর্দ্রতা বেড়ে যাওয়ায় সমস্যার মাত্রা তীব্র করে। যার কারণে লাউ গরমের জন্য আদর্শ সবজি হতে পারে। আর তাই লাউয়ে সমস্ত গুন সম্পর্কে জানা দরকার।

সময় সংবাদ অনলাইন পাঠকদের জন্য গরমে লাউ খাওয়ার উপকারিতা তুলে ধরা হলো–

লাউয়ের বিস্ময়কর যত গুণ:

* হজমে সাহায্য করে, সঙ্গে কোষ্ঠ্যকাঠিন্যে, অর্শ, পেট ফাঁপার সমস্যাও প্রতিরোধ করে লাউ।

* হার্ট সুস্থ রাখতে সাহায্য করে লাউ।

*চুলের গোড়া শক্ত করে এবং চুল পেকে যাবার হার কমায়।

* লাউ ত্বকের আর্দ্রতা ঠিক রাখতে সহায়তা করে।

* লাউয়ে রয়েছে প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস। যা দেহের ঘামজনিত লবণের ঘাটতি দূর করে। দাঁত ও হাড়কে মজবুত করে।

* ক্যালরির পরিমাণ কম থাকায় ডায়াবেটিস রোগীদের জন্য লাউ প্রচুর উপকারী। ডায়েটিং কালে লাউ ভালো ফল দেয়।

* শরীর ঠাণ্ডা রাখে। লাউয়ের ৯২ শতাংশ জলীয় হওয়ার দরুন দেহে জলের প্রয়োজন মেটায়।

* ডায়াবেটিসের রুগীদের রক্তে শর্করার মাত্রা ও রক্তচাপ ঠিক রাখতে সহায়ক লাউ।

* ক্যালরির মাত্রা কম থাকায় ওজন কমাতে সহায়ক লাউ।

* দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে লাউ। ইনসমনিয়া বা নিদ্রাহীনতা দূর করে পরিপূর্ণ ঘুমের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

* ইউরিনারি ট্র‌্যাক্ট ইনফেকশন কমায়।

* স্ট্রেস কমাতে সহায়ক লাউ।

* এতে থাকা ভিটামিন সি, বি, কে, এ, আয়রন, ফোলেট, পটাশিয়াম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

* দেহে ক্ষতিকারক কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়ক লাউ।

* উচ্চ রক্তচাপের রোগীদের জন্য এটি আদর্শ সবজি।

* প্রসবের সংক্রামণজনিত সমস্যা দূর করে। কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি পায়।

* পোস্ট ওয়ার্কআউট ড্রিঙ্ক হিসেবে লাউয়ের রস খেলে দেহে গ্লুকোজ লেভেল ঠিক থাকে।

লাউয়ে যেসব ভিটামিন রয়েছে:

১০০ গ্রাম একটি লাউয়ে রয়েছে ক্যালসিয়াম- ২০ মি.গ্রা., ফ্যাট- ০.৬ গ্রাম, কার্বোহাইড্রেট- ২.৫ গ্রাম, প্রোটিন- ০.২ গ্রাম, বি-২, আয়রন, ভিটামিন-সি- ৬ গ্রাম, ফসফরাস- ১০ মি.গ্রা., নিকোটিনিক অ্যাসিড- ০.২ মি.গ্রা., পটাশিয়াম- ৮৭ মি.গ্রা.। লাউয়ে আরোও রয়েছে খনিজ লবণ, ভিটামিন বি-১,।