ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

যুবককে অপহরণ করে রাতভর নির্যাতন, গ্রেফতার ২

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক যুবককে অপহরণের পর রাতভর নির্যাতন করে টাকা ও স্বর্ণ ছিনিয়ে নেয়ার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের প্রতাপগঞ্জ বাজার এলাকা থেকে হৃদয় সরকার (২৪) সোহেল (২৮) নামের দুইজনকে গ্রেফতার করে পুলিশ। গত ২৬ ফেব্রুয়ারি উপজেলা সদরে এ অপহরণের ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা বাঞ্ছারামপুর গ্রামের নিতাই সরকার ও আবুল হাসেমের ছেলে। শনিবার রাতে এ ঘটনায় ওই যুবক বাদী হয়ে হৃদয়, সোহেলসহ সাতজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

থানা পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত কয়েক বছর আগে বাহরাইনে চাকরি করার সময় মাহবুব, বিল্লাল ও হৃদয় সরকারের সঙ্গে উপজেলার চরশিবপুর গ্রামের ছগির মিয়ার সঙ্গে পরিচয় হয়। গত বছরের ২৭ নভেম্বর ছুটিতে বাড়িতে আসেন ছগির মিয়া। ২৬ ফেব্রুয়ারি দুপুরের দিকে ওই যুবক ব্যক্তিগত কাজে উপজেলা সদরে ইসলামী ব্যাংক থেকে এক লাখ ১০ হাজার টাকা ওঠান। পরে ইসলামী ব্যাংকের কাছেই লালমোহন মিষ্টান্ন ভাণ্ডারের সামনে মাহবুবের সঙ্গে দেখা হয়। এ সময় ব্যাংক থেকে টাকা তোলার কথা মাহবুবকে বলেন তিনি।

এ সময় তাকে জোরপূর্বক একটি অটোরিকশায় উঠিয়ে মাহবুব, বিল্লাল, হৃদয়, অলি বাঞ্ছারামপুর গ্রামের বাগেরহাটি কাছে শিমুলের পুকুর এলাকায় নিয়ে যায়। সেখানে একটি ঘরে আটকে তাকে তারা নির্যাতন করে। এ সময় তার সঙ্গে থাকা এক লাখ ১০ হাজার টাকা ও হাতের একটি স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়। নির্যাতনের এক পর্যায়ে ওই যুবকের শরীর থেকে জামা-কাপড় খুলে আটটি ফেন্সিডিলের বোতল সামনে দিয়ে ভিডিওচিত্র ধারণ করে।

মো. ছগির মিয়া বলেন, মাহবুবের নেতৃত্বে বিল্লাল, অলি ও হৃদয় কৌশলে আমাকে অপহরণ করে। পরে একটি পুকুর পাড়ের নির্জন ঘরে আটকে রেখে নির্যাতন করে এবং একপর্যায়ে শরীর থেকে সব কাপড় খোলে আট বোতল ফেন্সিডিল দিয়ে ভিডিওচিত্র ধারণ করে তারা। এইসব কথা কাউকে জানালে কিংবা থানায় মামলা করলে হত্যার হুমকিও দেয় আমাকে। সেই দিনের পরে আমার কাছে আরও টাকা দাবি করে। টাকা না পেয়ে ভিডিওচিত্রটি ফেসবুকে ছেড়ে দেয়।

বাঞ্ছারামপুর থানার পরিদর্শক (তদন্ত) সাব্বির রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় অপহরণ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। অন্য আসামিরা পলাতক রয়েছে। এ ঘটনার সঙ্গে যুক্ত সবাই বাঞ্ছারামপুর গ্রামের বাসিন্দা। তাদেরকে গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে। হৃদয়কে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

যুবককে অপহরণ করে রাতভর নির্যাতন, গ্রেফতার ২

আপডেট সময় ০১:০২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৫ মার্চ ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক যুবককে অপহরণের পর রাতভর নির্যাতন করে টাকা ও স্বর্ণ ছিনিয়ে নেয়ার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের প্রতাপগঞ্জ বাজার এলাকা থেকে হৃদয় সরকার (২৪) সোহেল (২৮) নামের দুইজনকে গ্রেফতার করে পুলিশ। গত ২৬ ফেব্রুয়ারি উপজেলা সদরে এ অপহরণের ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা বাঞ্ছারামপুর গ্রামের নিতাই সরকার ও আবুল হাসেমের ছেলে। শনিবার রাতে এ ঘটনায় ওই যুবক বাদী হয়ে হৃদয়, সোহেলসহ সাতজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

থানা পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত কয়েক বছর আগে বাহরাইনে চাকরি করার সময় মাহবুব, বিল্লাল ও হৃদয় সরকারের সঙ্গে উপজেলার চরশিবপুর গ্রামের ছগির মিয়ার সঙ্গে পরিচয় হয়। গত বছরের ২৭ নভেম্বর ছুটিতে বাড়িতে আসেন ছগির মিয়া। ২৬ ফেব্রুয়ারি দুপুরের দিকে ওই যুবক ব্যক্তিগত কাজে উপজেলা সদরে ইসলামী ব্যাংক থেকে এক লাখ ১০ হাজার টাকা ওঠান। পরে ইসলামী ব্যাংকের কাছেই লালমোহন মিষ্টান্ন ভাণ্ডারের সামনে মাহবুবের সঙ্গে দেখা হয়। এ সময় ব্যাংক থেকে টাকা তোলার কথা মাহবুবকে বলেন তিনি।

এ সময় তাকে জোরপূর্বক একটি অটোরিকশায় উঠিয়ে মাহবুব, বিল্লাল, হৃদয়, অলি বাঞ্ছারামপুর গ্রামের বাগেরহাটি কাছে শিমুলের পুকুর এলাকায় নিয়ে যায়। সেখানে একটি ঘরে আটকে তাকে তারা নির্যাতন করে। এ সময় তার সঙ্গে থাকা এক লাখ ১০ হাজার টাকা ও হাতের একটি স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়। নির্যাতনের এক পর্যায়ে ওই যুবকের শরীর থেকে জামা-কাপড় খুলে আটটি ফেন্সিডিলের বোতল সামনে দিয়ে ভিডিওচিত্র ধারণ করে।

মো. ছগির মিয়া বলেন, মাহবুবের নেতৃত্বে বিল্লাল, অলি ও হৃদয় কৌশলে আমাকে অপহরণ করে। পরে একটি পুকুর পাড়ের নির্জন ঘরে আটকে রেখে নির্যাতন করে এবং একপর্যায়ে শরীর থেকে সব কাপড় খোলে আট বোতল ফেন্সিডিল দিয়ে ভিডিওচিত্র ধারণ করে তারা। এইসব কথা কাউকে জানালে কিংবা থানায় মামলা করলে হত্যার হুমকিও দেয় আমাকে। সেই দিনের পরে আমার কাছে আরও টাকা দাবি করে। টাকা না পেয়ে ভিডিওচিত্রটি ফেসবুকে ছেড়ে দেয়।

বাঞ্ছারামপুর থানার পরিদর্শক (তদন্ত) সাব্বির রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় অপহরণ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। অন্য আসামিরা পলাতক রয়েছে। এ ঘটনার সঙ্গে যুক্ত সবাই বাঞ্ছারামপুর গ্রামের বাসিন্দা। তাদেরকে গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে। হৃদয়কে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।