আকাশ স্পোর্টস ডেস্ক:
অস্ট্রেলিয়ান ওপেনের পর এবার পায়ের চোটের জন্য ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামি ওপেন থেকে নাম তুলে নিলেন রাফায়েল নাদাল। মঙ্গলবার প্রস্তুতির সময় চোট পান স্প্যানিশ টেনিস তারকা। ফলে চলতি সপ্তাহে শুরু হতে চলা মেক্সিকান ওপেন থেকেও নাম তুলে নিতে বাধ্য হলেন তিনি।
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় নিজের নাম প্রত্যাহারের কথা জানিয়েছেন এই টেনিস তারকা। ডান পায়ের হিপ ইনজুরির জন্য আসন্ন টুর্নামেন্টগুলি থেকে নাম তুলে নিতে হয়েছে বলে জানিয়েছেন নাদাল। ২০১৯ ফের এই টুর্নামেন্টগুলিতে প্রত্যাবর্তন করবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।
অতীতে এই হিপ ইনজুরির জন্যই মেলবোর্নের অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম তুলে নিয়েছিলেন নাদাল। বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যামের কোয়ার্টার ফাইনালে পঞ্চম সেটে মারিন চিলিচের বিরুদ্ধে ২-০ এগিয়ে থাকা অবস্থায় হিপে চোট পেয়ে ছিটকে যান তিনি। কেরিয়ারে তিনবার ইন্ডিয়ান্স ওয়েলেস খেতাব জিতেছেন নাদাল। তবে এখনও পর্যন্ত মেক্সিকান ওপেনের খেতাব জয় অধরা রয়েছে গিয়েছে নাদালের। শেষবার মেক্সিকান ওপেনের ফাইনালে স্যাম কুয়েরির কাছে ফাইনালে হেরে রানার্স হিসেবে শেষ করেছিলেন নাদাল। এবার অবশ্য চোটের কারণে ছিটকে যেতে হল তাকে।
আকাশ নিউজ ডেস্ক 
























