ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনে ১০ দলীয় জোট সরকার গঠন করবে: ডা. তাহের সারা দেশে বিদ্রোহীদের বহিষ্কার করল বিএনপি, তালিকায় যারা প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, ৬৯ হাজারের বেশি উত্তীর্ণ আমার প্রতিদ্বন্দ্বী নির্বাচন করতে নয়, বানচাল করতে এসেছেন : নুর বিশ্বকাপে খেলতে হলে ভারতেই যেতে হবে, সিদ্ধান্ত আইসিসির এবারের নির্বাচন যেন ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে: প্রধান উপদেষ্টা এবার ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন এখন আর নেই: জামায়াত আমির সরকারি চাকরিজীবীদের বেতন হচ্ছে সর্বনিম্ন ২০,০০০ টাকা, সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা

বাবার কবরের পাশে সমাহিত হবেন ঝন্টু

অাকাশ জাতীয় ডেস্ক:

বাবার কবরের পাশে শায়িত হবেন রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু। মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে ২৫ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

সোমবার বাদ আছর রংপুর পুলিশ লাইন মাঠে জানাজা শেষে নূরপুর কবরস্থানে বাবার কবরের পাশে দাফন করা হবে সাবেক এই সাংসদকে।

গত ৩১ জানুয়ারি মস্তিষ্কে রক্তক্ষরণ হলে ঝন্টুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে নেয়া হয়। পরে তাকে নেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকালে না ফেরার দেশে চলে যান রংপুর মহানগরীর প্রথম মেয়র। মত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

মরহুমের পারিবারিক সূত্র জানিয়েছে, সোমবার সকাল সাড়ে দশটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঝন্টুর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর এয়ার অ্যাম্বুলেন্সে করে দুপুরে মরদেহ নেয়া হবে রংপুর নগরীর ক্রিকেট গার্ডেন মাঠে। সেখান থেকে মরদেহ গুপ্তপাড়ার বাসায় নেয়া হবে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নেয়া হবে পুলিশ লাইন স্কুল মাঠে। সেখানে দ্বিতীয় দফা জানাজা শেষে নূরপুর কবরস্থানে দাফন করা হবে এই রাজনীতিককে।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী সরফুদ্দীন আহমেদ ঝন্টু ছিলেন উপজেলা চেয়ারম্যান। এছাড়া ছিলেন পৌরসভার মেয়র, সাংসদ সদস্য ও রংপুর সিটির প্রথম মেয়র। রাজনৈতিক জীবনে সর্বশেষ তিনি জেলা আয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবার কবরের পাশে সমাহিত হবেন ঝন্টু

আপডেট সময় ১২:৩০:১২ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

বাবার কবরের পাশে শায়িত হবেন রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু। মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে ২৫ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

সোমবার বাদ আছর রংপুর পুলিশ লাইন মাঠে জানাজা শেষে নূরপুর কবরস্থানে বাবার কবরের পাশে দাফন করা হবে সাবেক এই সাংসদকে।

গত ৩১ জানুয়ারি মস্তিষ্কে রক্তক্ষরণ হলে ঝন্টুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে নেয়া হয়। পরে তাকে নেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকালে না ফেরার দেশে চলে যান রংপুর মহানগরীর প্রথম মেয়র। মত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

মরহুমের পারিবারিক সূত্র জানিয়েছে, সোমবার সকাল সাড়ে দশটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঝন্টুর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর এয়ার অ্যাম্বুলেন্সে করে দুপুরে মরদেহ নেয়া হবে রংপুর নগরীর ক্রিকেট গার্ডেন মাঠে। সেখান থেকে মরদেহ গুপ্তপাড়ার বাসায় নেয়া হবে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নেয়া হবে পুলিশ লাইন স্কুল মাঠে। সেখানে দ্বিতীয় দফা জানাজা শেষে নূরপুর কবরস্থানে দাফন করা হবে এই রাজনীতিককে।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী সরফুদ্দীন আহমেদ ঝন্টু ছিলেন উপজেলা চেয়ারম্যান। এছাড়া ছিলেন পৌরসভার মেয়র, সাংসদ সদস্য ও রংপুর সিটির প্রথম মেয়র। রাজনৈতিক জীবনে সর্বশেষ তিনি জেলা আয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।