আকাশ বিনোদন ডেস্ক:
এক জীবন’ গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়ে আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করেন মডেল-অভিনেতা অন্তু করিম। সংগীতশিল্পী শহীদ ও শুভমিতার গাওয়া এ গানের ভিডিওতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন অন্তু করিম ও শায়না আমিন। অনবদ্য এ গানের ভিডিওটি প্রকাশের পর বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের দর্শক-শ্রোতাদের প্রশংসা কুড়ায়।
এবার আরো একটি শ্রোতাপ্রিয় মিউজিক ভিডিওর মডেল হয়ে রেকর্ড গড়লেন অন্তু। তার অভিনীত ‘তুমি আমার’ গানের মিউজিক ভিডিওটি ইউটিউবে দুই কোটির মাইলফলক স্পর্শ করেছে। গতকাল মঙ্গলবার রাতে দুই কোটির মাইলফলক স্পর্শ করে গানটি। শুধু তাই নয় জনপ্রিয় মিউজিক ভিডিও গুলোর মধ্যে শীর্ষস্থান দখল করেছে এটি।
এ প্রসঙ্গে অন্তু করিম বলেন, ‘এর আগে আমার কয়েকটি গানসহ আরো কয়েকজনের গান এক কোটি ভিউ টাচ করেছে। কিন্তু বাংলাদেশে প্রথম কোনো গান দুই কোটির বেশিবার দেখা হলো। আর সেটা ‘তুমি আমার’ শিরোনামের গানটি। এতে মডেল হিসেবে আমি অভিনয় করেছি।’
দর্শকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অন্তু বলেন, ‘দর্শকের ভালোবাসা পেয়েছি, তাদের জন্যই কাজ করে যাচ্ছি। যেহেতু ইউটিউব এখন সংগীতাঙ্গনে বেশ বড় ভূমিকা পালন করছে, তাই অবশ্যই এটি অনেক বড় পাওয়া। দর্শকরাই এই সাফল্যের পুরোপুরি অংশীদার।’
অনুরুপ আইচের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন জনি খন্দকার ও মোহনা। গানটির সুর করেছেন সংগীতশিল্পী বেলাল খান। এতে অন্তুর সঙ্গে মডেল হয়েছেন পিয়া বিপাশা। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা শিমুল হাওলাদার। ২০১৩ সালের ৬ জুলাই গানটি ইউটিউবে প্রকাশিত হয়।
আকাশ নিউজ ডেস্ক 






















