অাকাশ জাতীয় ডেস্ক:
দেশের পোশাক খাতের উন্নয়নে প্রায় ১৬৫ কোটি টাকা ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আজ সোমবার রাজধানীর একটি হোটেলে এ বিষয়ে চুক্তি সই হয়েছে।
চুক্তিতে এডিবির বেসরকারি খাতের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পরিচালক ক্রিস্টেন ইংস্ট্রম ও ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলি রেজা ইফতেখার সই করেন।
ক্রিস্টেন ইংস্ট্রম বলেন, বাংলাদেশের অর্থনীতির এক বড় অংশ হচ্ছে পোশাক খাত। এ খাতের ওপর বহু মানুষের জীবিকা নির্বাহ হয়। বিশেষ করে নারীদের একটি বড় অংশ এ খাতের সঙ্গে জড়িত।
এডিবি জানায়, ১৬৫ কোটি টাকার ঋণ বাংলাদেশের পোশাক খাতের টেকসই উন্নয়নে ব্যয় করা হবে। তৈরি পোশাকে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ। এ খাতের সঙ্গে প্রায় ৪০ লাখ কর্মী জড়িত।
আকাশ নিউজ ডেস্ক 

























