অাকাশ জাতীয় ডেস্ক:
ময়মনসিংহের মুক্তাগাছায় ইটভাটার ট্রাক চাপায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্র নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ রনি দরিকাঠবওলার বাসিন্দা আলম মন্ডলের পুত্র।
শনিবার বিকালে উপজেলার দাওগাঁও ইউনিয়নের কাঠবওলা-রসুলপুর সড়কে এ ঘটনা ঘটে ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রনি স্থানীয় দুইজন এসএসসি পরীক্ষার্থীকে নিয়ে পরীক্ষা শেষ করে বাড়ি ফিরছিল। পথে বলাকা ব্রিকফিল্ড এলাকার সামনে এলে ওই ব্রিকফিল্ডের একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের লাশ উদ্ধারের পর দাফন করা হয়েছে। এ ঘটনায় লাশের ময়নাতদন্ত এবং থানায় মামলা হয়নি।
আকাশ নিউজ ডেস্ক 
























