অাকাশ জাতীয় ডেস্ক:
সেবাদানে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে আর ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন দুদক কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ। মঙ্গলবার কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুশিয়ারি দেন।
দুদক কমিশনার বলেন, জনসেবা বৃদ্ধির জন্য সরকারি সব প্রতিষ্ঠানে হেল্পডেস্ক তৈরি করে প্রতিষ্ঠানের সামনে ঝুলিয়ে রাখতে হবে। সপ্তাহে একদিন প্রতিষ্ঠানভিত্তিক গণশুনানির আয়োজন করতে হবে। যাতে সাধারণ মানুষ দালালের হাত থেকে রক্ষা পেয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা পেতে সক্ষম হয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর উদ্যোগে দিনব্যাপী ফলোআপ গণশুনানি সভা অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলা দুপ্রক সভাপতি অধ্যাপক প্রানেশ কুমার চৌধুরী স্বাগত বক্তব্য ও সনাক সভাপতি প্রফেসর আবদুল গনি শুভেচ্ছা বক্তব্য রাখেন।
ফলোআপ গণশুনানির শুরুতে গত শুনানির বর্তমান অবস্থার চিত্র পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে উপস্থাপন করেন কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসউদ।
দ্বিতীয় পর্বে দুদক কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদের উপস্থিতিতে এবং জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস ও দুদকের পরিচালক নাসিম আনোয়ারের যৌথ সঞ্চালনায় ফলোআপ গণশুনানি অনুষ্ঠিত হয়।
ফলোআপ গণশুনানিতে উপজেলা ভূমি অফিস, সাবরেজিস্ট্রার অফিস, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং প্রাথমিক শিক্ষা অফিসসহ মোট পাঁচটি প্রতিষ্ঠান অংশ নেয়।
প্রতিষ্ঠানপ্রধানরা অভিযোগকারীদের লিখিত অভিযোগ শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। শুনানিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুদকের পরিচালক নাসিম আনোয়ার, উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম ও মো. মনিরুজ্জামান প্রমুখ।
এর আগে ‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ’, এই স্লোগানকে প্রতিপাদ্য করে দুদক কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ ও জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাসের নেতৃত্বে দুর্নীতিবিরোধী মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি পুরাতন স্টেডিয়াম থেকে শুরু হয়ে শিল্পকলায় গিয়ে শেষ হয়।
র্যালিতে দুদক, টিআইবি, জেলা প্রশাসন, সনাক, দুপ্রক, ইয়েস সদস্য, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
আকাশ নিউজ ডেস্ক 



















