অাকাশ জাতীয় ডেস্ক:
জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার এমপি বলেন, এক দল ক্ষমতায় থাকায় মানুষ লাশ হয়েছে আর এক দলের ক্ষমতা থাকায় হচ্ছে হত্যা গুম, নারী ধর্ষণ, মারামারি-হানাহানি। ইতিহাস কাউকে ক্ষমা করে না। দু’দলের ক্ষমতায় থাকা আর ক্ষমতায় যাওয়া নিয়ে নিরাপত্তাহীনতা ও সংশয় দেখা দিয়েছে।
জনগণের মনে এরশাদ সরকারের স্বর্ণালি যুগের কথা বারবার স্মরণ করিয়ে দেয়। জাতীয় পার্টির ওপর মানুষের আস্থা বেড়ে গেছে। অনেকে বলে জাতীয় পার্টি ছাড়া কেউ সরকার গঠন করতে পারবে না। দেশের উন্নয়ন করতে হলে সরকারপ্রধান হতে হয় আর তা ছাড়া উন্নয়ন সম্ভব নয়।
মঙ্গলবার চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে জাপা মহাসচিব এসব কথা বলেন।
তিনি আরও বলেন- ১৫ ফেব্রুয়ারি মহাসমাবেশ জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ অধ্যায়। আগামী নির্বাচনকে সামনে রেখে সংগঠন করা, সংগঠনকে সুসংগঠিত করা এবং শক্তিশালী করা আপনাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। রংপুর নির্বাচনের মতোই আমাদের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখতে পারলে আমরা ক্ষমতায় যাব।
মহাসচিব বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চালের দাম ৬০ টাকা কেজি, পেঁয়াজ ৯০ টাকা, তেলের দাম ১২০ টাকা সবকিছুই সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। জাতীয় পার্টি সরকারের আমলে সব কিছুই ছিল সহনীয় পর্যায়। চালের দাম ছিল ১২-১৫ টাকা, তেলের দাম ছিল ৩০-৩৫ টাকা, পেট্রলের দাম ৫-৭ টাকা ছিল।
তিনি আরো বলেন,আমরা বিশ্বাস করি সরকার আসবে এবং যাবে গণতান্ত্রিক নিয়মে। জাতীয় পার্টি লাশের রাজনীতি করে না,গুম, হত্যা, ধর্ষণের রাজনীতি করে না। আমরা গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করি।
সভায় আরও বক্তব্য রাখেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, মীর আবদুস সবুর আসুদ, উপদেষ্টা অ্যাড. রেজাউল ইসলাম ভুইয়া, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, শফিকুল ইসলাম মধু, মোস্তাকুর রহমান মোস্তাক, আশরাফ সিদ্দিকী, জাহাঙ্গীর হোসেন মানিক, ইয়াহইয়া চৌধুরী এমপি, দিদারুল কবির দিদার, জহিরুল আলম রুবেল, ডা. সেলিমা খান ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- সাংগঠনিক সম্পাদক শফিউল্লাহ শফি, শরিফুল ইসলাম সরু চৌধুরী, সুলতান আহমেদ সেলিম, শাহ-ই-আজম, আমিনুল ইসলাম ঝন্টু, আমির উদ্দিন আহমেদ ডালু,মো. ইসহাক ভুইয়া, মোবারক হোসেন আজাদ, ফকরুল আহসান শাহজাদা, মো. জসিম উদ্দিন ভুইয়া, শেখ মাতলুব হোসেন লিয়ন। সম্পাদকমণ্ডলীর সদস্য সুলতান মাহমুদ, খোরশেদ আলম খুশু, আনিস-উর-রহমান খোকন, অ্যাড. লাকী বেগম, মো. বেলাল হোসেন, মো. শাহজাহান মানসুর, মো. নোমান মিয়া। যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন খান, আলহাজ আবুল কাশেম সরকার, এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, মো. গোলাম মোস্তফা, মো. জামাল রানা, ইঞ্জি. এম এ সাত্তার, শারমিন পারভীন লিজা, হাজী সালাউদ্দিন খোকা মোল্লা, অধ্যাপক মাহবুবুল আলম মিঠু, আহাদ ইউ চৌধুরী শাহিন।
যুগ্ম সম্পাদকমণ্ডলীর সদস্য এমএ রাজ্জাক খান, শাহাদাত কবির চৌ. মো. মোস্তফা কামাল, মো. সেকেন্দার আলী মুকুল, মাওলানা ইছারুহুল্লা আসিফ, মো. নিজাম উদ্দিন সরকার, মো. রেজাউল করিম, মো. রোকন উদ্দিন বাবুল, মাখন সরকার, মো. জাহাঙ্গীর আলম পাঠান।
আকাশ নিউজ ডেস্ক 




















