অাকাশ জাতীয় ডেস্ক:
কেরোসিনের ড্রাম বিস্ফোরণে দক্ষিণ সুনামগঞ্জে ফরিদুল ইসলাম (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।ফরিদুল ইসলামের বাড়ি বরিশালে।
স্থানীয়দের বরাত দিয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, শনিবার বিকালে উপজেলার জামলাবাজে সেতু নির্মাণকাজ করার সময় কেরোসিনের ড্রামের মুখ বন্ধ করতে যায় ফরিদুল ইসলাম। এ সময় ড্রামটি বিস্ফোরিত হলে ফরিদুল আহত হন।
রাতেই চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন রোববার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 























