অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীর পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে এক নসিমন চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পোল্লাপুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ রানা (৩৮) বাঘা উপজেলার কেশবপুর গ্রামের সাজদার রহমানের ছেলে।
পবা হাইওয়ে পরিদর্শক ও উপপরিদর্শক হাবিবুর রহমান হাবিব বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত নসিমন চালক সকালের দিকে খালি গাড়ি নিয়ে রাজশাহী মহানগরের দিকে যাচ্ছিল। পথে পোল্লাপুকুর নামক স্থানে সে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে চালক ঘটনাস্থলেই মারা যান। দুপুরে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 






















