অাকাশ জাতীয় ডেস্ক:
লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো চারজন আহত হন। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার ফজুমিয়ারহাট-হাজীগঞ্জ সড়কের মোহাম্মদিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে দুই বছর বয়সী এক শিশুকন্যা রয়েছে।
চরকাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ জানান, ফজুমিয়ার হাটগামী একটি অটোরিকশা (ইজিবাইক) ঘটনাস্থলে পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাক্টর ট্টলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ছয় যাত্রীসহ অটোরিকশাটি ডোবায় পড়ে যায়। পরে স্থানীয়রা ডোবা থেকে শিশুসহ দুইজনের লঅশ উদ্ধার এবং অপর আহত যাত্রীদের হাসপাতালে প্রেরণ করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 

























