অাকাশ জাতীয় ডেস্ক:
মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানিয়ে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, বাংলাদেশের জন্মের পেছনে এই বিশ্ববিদ্যালয়ের অনেক অবদান রয়েছে।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য সরাসরি সম্পৃক্ত। তোমাদের এই সঠিক ইতিহাস জানতে হবে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তোমরা সব সময় অহংকার নিয়ে চলবে, মন-মানসিকতা উদার রাখবে এবং গর্ব নিয়ে বিশ্ববিদ্যালয় জীবন অতিক্রম করে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠবে।
উপাচার্য আজ ঢাবি’র জীববিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ছাত্র-ছাত্রীদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
আজ ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দফতর এই সভার আয়োজন করে। ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক মেহ্জাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নবাগত শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্বাগত জানিয়ে বলেন, তোমরা সেরাদের সেরা শিক্ষার্থী। নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে অনেক সুযোগ-সুবিধা। এসব সুযোগ-সুবিধা ভোগ করা তোমাদের অধিকার। এসব সুযোগ-সুবিধার সদ্ব্যবহার করে নিজেদের সৎ, মানবিক, উদার এবং অসাম্প্রদায়িক মানুষ হিসেবে গড়ে তুলবে। তোমাদের কেউ যেন ভুল পথে পরিচালনা করতে না পারে, সে বিষয়ে সর্বদা সজাগ থাকবে। সব সময় মাথা উঁচু করে দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাবে।
আকাশ নিউজ ডেস্ক 






















