অাকাশ জাতীয় ডেস্ক:
দিনাজপুরে ট্রাক্টরচাপায় মো.মিজানুর রহমান পাটোয়ারি নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত ১১টায় সদর উপজেলার বাশেরহাট ব্র্যাক ট্রেনিং সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর জেলার বীরগঞ্জ উপজেলার কাজল গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেদওয়ানুর রহিম জানান, রাতে দিনাজপুর শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন মো. মিজানুর রহমান পাটোয়ারি। বাশেরহাট ব্র্যাক ট্রেনিং সেন্টার সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি ট্রাক্টরের চাপায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























