অাকাশ জাতীয় ডেস্ক:
পাবনার চাটমোহরে ইঞ্জিনচালিত করিমনের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। রোববার বিকাল ৫টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শাহপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আবদুর রহমান (৪)ওই গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য আবদুল কুদ্দুস দৈনিক আকাশকে জানান, রোববার বিকালে বাড়ির সামনে রাস্তার পাশে খেলা করার সময় দ্রুতগতিতে ছুটে আসা করিমন নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। রাতেই শিশুটিকে দাফন করা হয়েছে বলে তিনি জানান ।
আকাশ নিউজ ডেস্ক 























