অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
মেক্সিকোর আকাপুলকো শহরের ‘কমিউনিটি পুলিশ বাহিনী’র সঙ্গে স্থানীয়দের বন্দুকযুদ্ধে ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৮ জনই স্থানীয় বাসিন্দা। স্থানীয় সময় রোববার সকালে শহরের বাইরের বিচ রিসোর্টে এ ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
খবরে বলা হয়, অসদাচরণের অভিযোগে এ তরুণকে আটকের ঘটনা কেন্দ্র করে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ও পুলিশবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় তারা ভুয়া পুলিশবাহিনীর ৩ সদস্যকে গুলি করে হত্যা করে। এ সময় ওই অবৈধ বাহিনীর ৩০ সদস্যকে গ্রেফতার করা হয়।
যে বিচ রিসোর্টে ঘটনাটি ঘটেছে সেটির সঙ্গে বহু বিশ্বখ্যাত হলিউড মুভির স্মৃতি জড়িত। এ কারণে জায়গাটিকে ‘হলিউড প্লেগ্রাউন্ড’ বলেও ডাকা হয়। এ ছাড়া মাদকের জন্যও কুখ্যাত এই শহরকে আফিম উৎপাদনের কেন্দ্রস্থল বলে গণ্য করা হয়। এ জন্য এর অপর নাম ‘আফিম নগর’।
রাজ্যের অ্যাটর্নি জেনারেল হাভিয়ের ওলিয়া পালায়েস বলেন, হত্যা, অবৈধ অস্ত্র রাখা ও মাদকসংশ্লিষ্টতার অপরাধে জড়িত সন্দেহে অবৈধ এই বাহিনীর সদস্যদের গ্রেফতার করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















