অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন নাসার সাবেক মহকাশচারী জন ইয়াং। নিউমোনিয়া আক্রান্ত হয়ে গত শুক্রবার মারা যান ছয়বার মহাকাশে ভ্রমণ ও চাঁদের বুকে পা রাখা এই মহাকাশচারী। তার মারা যাওয়ার খবর নিশ্চত করেছে নাসা।
নাসার প্রশাসক রবার্ট লাইটফুট বলেছেন, “তিনি সর্বোপরি `মহাকাশচারী এর মহাকাশচারী` ছিলেন। আমরা তাকে মিস করব।” মহাকাশচারী জন ইয়ামের শৈল্পিক কর্মজীবন স্পেসফ্লাইটের তিনটি প্রজন্মের মধ্যে ছড়িয়েছে, আমরা পরের মানব সীমান্তের দিকে তাকিয়ে থাকব।
প্রাক্তন রাষ্ট্রপতি জর্জ এইচ বুশ বলেন, ইয়ং একজন ভালো বন্ধু ছাড়াও একজন নির্ভীক দেশপ্রেমিক ছিলেন, যার সাহস ও দায়িত্বের প্রতি অঙ্গীকার আমাদের জাতি একটি গুরুত্বপূর্ণ সময়ে আবিষ্কারের দিগন্ত ফিরে পেতে সাহায্য করেছিল।
সান ফ্রান্সিসকোতে জন্মগ্রহণ করেন ও ওরল্যান্ডে বড় হয়ন ইয়াং। তিনি জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ১৯৬২ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
তিনি নৌবাহিনীতে যোগদান করেন। তার তিন বছর পর নাসার মহাকাশচারী হিসেবে নির্বাচিত হন।
তিনি মহাকাশে ৮৩৫ ঘন্টা ব্যয় করেছেন। ১৯৭৪ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত প্রধান মহাকাশচারী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৪ সালের শেষের দিকে তিনি অবসর নেন।
আকাশ নিউজ ডেস্ক 

























