অাকাশ জাতীয় ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুুর ঘোড়াস্টান্ড এলাকায় ট্রাকচাপায় হাফিজুর রহমান নামে বিজিবির এক হাবিলদার নিহত হয়েছেন। আজ শনিববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিলদার হলো নওগাঁ সদর উপজেলার নামানুরপুর গ্রামের মোসলেম্মুদ্দীনের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিক বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ৯ বিজিরি ব্যাটেলিয়নের অধিনায়ক লে.কর্নেল আবু এহসান জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে কানসাটগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৭৫৫৩) মোরটসাইকেলে থাকা হাফিজুরকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে ওই এলাকার স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে বিজিবি ইউনিটের অ্যামবুলেন্স করে চাঁপাইনববাগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেয়।
কর্মরত চিকিৎসক হাফিজুরকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, হাবিলদার হাফিজুর রহমান ছুটি কাটিয়ে কর্মস্থলে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক ট্রাক ও ট্রাকের চালক পলাতক রয়েছে। আগামীকাল রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ বিজিবি মাঠে জানাযা শেষে নিজ বাড়িতে পাঠানো হবে।
আকাশ নিউজ ডেস্ক 























