অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর তেজগাঁও থানার বিজয় স্মরণী এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম রুপন ডিও (৪৫)। তিনি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ল্যান্স নায়েক ভিএম পদে কর্মরত ছিলেন।
শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। তেজগাঁও থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠিয়েছে।
তেজগাঁও থানার উপপরিদর্শক শাহজাহান বলেন, সকাল পৌনে সাতটার দিকে রুপন ডিও একটি মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। তার মোটরসাইকেলটি বিজয় স্মরণীর বিমান ক্রসিংয়ের সামনে আসামাত্র বিহঙ্গ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সকাল আটটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাসটিকে আটক করা হলেও তার চালক পালিয়ে গেছে।
আকাশ নিউজ ডেস্ক 

























