অাকাশ জাতীয় ডেস্ক:
মাদারীপুরের কালিবাজার এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয় বছরের এক শিশু মেয়েকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ উঠেছে। এই অভিযোগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জয় গোপাল চক্রবর্ত্তী নামে এক মুদি দোকানদারকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার দুধখালি ইউনিয়নের কালিরবাজার এলাকায় বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে ছয় বছর বয়সী একটি মেয়ে একই এলাকার নিতাই চক্রবর্ত্তীর ছেলে জয় গোপাল চক্রবর্ত্তীর মুদির দোকানে কিছু খাবার কিনতে যায়। এসময় জয় গোপাল চক্রবর্ত্তী মেয়েটিকে চকলেটের লোভ দেখিয়ে দোকানের ভেতর নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে।
এতে মেয়েটি চিৎকার শুরু করলে তাকে ছেড়ে দেয় জয় গোপাল। পরে মেয়েটি বাড়িতে গিয়ে তার মাকে ঘটনা জানায়। শিশুর মা তাৎক্ষণিক এলাকার এক চিকিৎসকের কাছে নিয়ে গেছে প্রাথমিকভাবে গোপন স্থান থেকে রক্ত বের হতে দেখে। পরে শিশুটিকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
দুধখালি ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান হিরু জানান, এলাকায় ঘটনাটি জানাজানি হলে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। তবে মীমাংসা না হওয়ায় সদর থানাকে খবর দিলে কালিরবাজার থেকে জয় গোপালকে রাতে আটক করে। বর্তমানে মেয়েটিকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আমরা ঘটনার সুষ্ঠু বিচার চাই।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, মেয়েটিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রাথমিক অভিযোগে জয় গোপাল চক্রবর্ত্তীকে আটক করেছি। নির্যাতিতার পরিবার মামলা দিলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 






















