অাকাশ জাতীয় ডেস্ক:
ফরিদপুরে শহরের রথখোলা যৌনপল্লীতে থেকে দুই কিশোরীকে উদ্ধার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে শহরের রথখোলা পতিতা পল্লী এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
ফরিদপুর র্যাব ক্যাম্পের অধিনায়ক অধিনায়ক মো. রইছ উদ্দিন জানান, বাসা বাড়িতে চাকরির দেয়ার প্রলোভন দেখিয়ে জান্নাতুল মাওয়া মিতুকে সাত দিন আগে ফেনী থেকে নিয়ে আসে দালালরা। পরে ফরিদপুর রথখোলা পতিতাপল্লীতে রাসু নামে জনৈক সরদার্নীর নিকট ৫০ হাজার টাকা বিক্রি করে দেয় তারা। নিশিকে গার্মেন্টেসে চাকরি দেয়ার কথা বলে সাতক্ষীরা থেকে নিয়ে যৌনপল্লীতে সুমি নামে জনৈক সরদার্নীর কাছে বিক্রি করে দেয় দালালরা।
তাদের উদ্ধার করে শহরতলীর বাইতুল আমানের সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। এ বিষয়ে কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে।
আকাশ নিউজ ডেস্ক 
























